অস্ট্রেলিয়ায় চলছিল ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্ট ম্যাচ। শুক্রবার ছিল খেলার দ্বিতীয় দিন। তবে এদিনের ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। মার্কাস হ্যারিসের ব্যাটে বল লেগে স্লিপে ক্যাচ যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি আউট দিতে অস্বীকার করেন আম্পায়ার। ভারতীয় ক্রিকেটাররা যেন বিশ্বাসই করতে পারছিল না বিষয়টা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রশ্ন উঠছে মার্কাস হ্যারিস কেন ক্রিজ ছাড়লেন না, তিনি তো বুঝতে পেরেছিলেন বল তাঁর ব্যাটে লেগেছে! এক সমর্থক তো ২০১৩-র অ্যাশেজের স্টুয়ার্ট ব্রডের কীর্তির কথা মনে করিয়ে দিয়েছেন। তিনিও একই ভাবে সেই সময় আউট হওয়ার পরেও ক্রিজ ছাড়তে অস্বীকার করেছিলেন।
মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছিল ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচটি। মূলত বর্ডার-গাভাসকর সিরিজের প্রস্তুতি হিসেবে এই আন-অফিসিয়াল টেস্ট। শুক্রবার দ্বিতীয় দিনে যখন ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ার এ দলের ওপেনার মার্কাস হ্যারিস তখন এই বিতর্কিত বিষয়টি ঘটে। ভারত এ দলের হয়ে বল করছিলেন অফ স্পিনার তানুশ কোটিয়ান। তাঁর বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বসেন মার্কাস। সোজা সেটি চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ক্যাচ ধরে উইকেট সেলিব্রেশনে মাতে ভারতীয় শিবির। কিন্তু দেখা যায় আম্পয়ার আউটের ইশারা করেননি। ভারতীয় ক্রিকেটাররা বারবার আপিল করতে থাকলেও আম্পায়ার তাঁর সিদ্ধান্ত বদল করেন না। এই ম্যাচে DRS-এর সুবিধা নেই, ফলে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারতীয় শিবির। ঘটনায় ধ্রুব জুরেল এবং কেএল রাহুল অবাক হয়ে যান, তাঁরা আম্পায়ারের কাছে জানতে চান কেন নট আউটের সিদ্ধান্ত দেওয়া হল। ওহ মাই গড বলতেও শোনা যায় ভারতীয় ফিল্ডারকে, যা স্টাম্প মাইকে ধরা পড়েছে।
মেলবোর্নে দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্টে হেরে গিয়েছে ভারত এ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাটসম্যানরা।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া এ। প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে অলআউট গিয়েছিল ভারত এ। ব্যাট হাতে ১৮৬ বলে ৮০ রান করেছিলেন জুরেল। জবাবে অস্ট্রেলিয়া এ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। বল হাতে প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। ৪টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা এবং ৩টি উইকেট নেন মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসে আবারও রান করতে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক করেন ধ্রুব জুরেল। ভারত এ ২২৯ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া এ দলের ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ১৬৮ রান, যেটা চার উইকেট হারিয়েই তারা করে ফেলে।