পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। বাকি ক্রিকেট দলগুলো যখন আধুনিক ক্রিকেটে প্রতিনিয়ত উন্নতি করে চলেছে সেখানে পাকিস্তান ক্রিকেট দল প্রতি পদে পদে লজ্জার নিদর্শন রাখছে। এমনিতে দলের ভিতরের কোন্দলে জর্জরিত পাক শিবির। স্বজনপোষণ থেকে ক্রিকেটারদের পারফরমেন্স সব কিছুই আতস কাঁচের তলায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই লড়ছে পাকিস্তান ক্রিকেট দল। কারণ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ড্র বা হেরে যাওয়া মানেই ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা।
এই সিরিজের আগে পর্যন্ত কখনও বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে জিততে পারেনি টেস্টে। অথচ প্রথম টেস্টে পাক অধিনায়কের অতি সাহসী সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়িয়ে ম্যাচ হেরে যায়, ইতিহাস রচনা করে মেহেদি হাসান মিরাজ, শাকিব আল হাসানরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান দলের ব্যাটিং মোটেই ভালো হয়নি। কার্যত খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন অধিনায়ক শান মাসুদ। তিনি অর্ধশতরান করে দলকে ভদ্রস্থ স্কোরে নিয়ে গেছিলেন।
আরও পড়ুন-মেহেদির ঘূর্ণিতে বেসামাল পাকিস্তান, প্রথম ইনিংস শেষ ২৭৪রানে! অ্যাডভান্টেজ বাংলাদেশ…
সিরিজ বাঁচানোর লড়াইয়ে পাক অধিনায়ক আশা করেছিলেন বোলার-ফিল্ডাররা হয়ত এক্সট্রা এফর্ট দেবেন। কিন্তু কোথায় কি? হাতে পাওয়া লোপ্পা ক্যাচই মিস করে দলকে বিপদে ফেললেন দলের ক্রিকেটার সৌদ শাকিল। সেই ক্যাচ মিস দেখে বিশ্বাসই করতে পারলেন না অধিনায়ক, মুখে হাত চাপা দিয়ে হেঁসে ফেললেন খোদ আম্পায়ার রিচার্চ কেটেলবরো। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন--লর্ডসে ইতিহাস জো রুটের! দুই ইনিংসেই শতরান! ধাওয়া করা শুরু মাস্টার ব্লাস্টারকে…
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাঁদের ব্যাটার শাদমান ইসলাম পাকিস্তানের মির হামজার একটি বাইরের বলে ব্যাট ছোঁয়ান। সেই বল সরাসরি চলে যায় পঞ্চম স্লিপে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের কাছে। হাতের ক্যাচও তিনি নিতে পারেননি, এরপর ডিফ্লেক্ট হয়ে ক্যাচের সুযোগ এসে গেছিল স্যাম আয়ুবের কাছেও। কিন্তু তিনি দ্রুততার সঙ্গে রিয়্যাক্ট করতে না পারায় সেই ক্যাচ মিস হয়ে যায়, যা দেখে কার্যত অবাক হয়ে যান অধিনায়ক শান মাসুদ। কারণ পাকিস্তানকে ম্যাচে ফিরতে গেলে দ্রুত বাংলাদেশের ব্যাটারদের আউট করবে হবে এবং তাঁদের ওপর চাপ রাখতে হবে।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র নেওয়া ক্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
সেখানে তাঁর দলের ক্রিকেটাররা কিনা এমন সহজ ক্যাচ মিস করে প্রতিপক্ষ দলকে উল্টে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে। এমনিতেই রাওয়ালপিন্ডির উইকেট দ্বিতীয় দিনের পর থেকে ব্যাটিং সহায়ক হয়ে ওঠে, যা নিয়েও বেজায় চিন্তায় রয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক মাসুদ। বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১০ রান করেছে।