বাংলা নিউজ > ক্রিকেট > India vs Srilanka-নিময় না জানা আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা! খেসারত দিতে হল রোহিতদের, তুঙ্গে বিতর্ক

India vs Srilanka-নিময় না জানা আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা! খেসারত দিতে হল রোহিতদের, তুঙ্গে বিতর্ক

রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে। ছবি- বিসিসিআই (এক্স) (BCCI-X)

দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং রবীন্দ্রা উইমালাসিরির ভুলেই নাকি প্রথম একদিনের ম্যাচ টাই থেকে যায়। তাঁরাই নাকি আইসিসির নিয়ম বিরুদ্ধ কাজ করে ফেলেন। আইসিসির নিয়মে স্পষ্ট বলা আছে একদিনের ম্যাচ যদি অমিমাংসিত থাকে তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। একান্ত সুপার ওভার করা না গেলে তবে ম্যাচ টাই ঘোষণা করা যায়

প্রথম একদিনের ম্যাচ টাই হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট দল। কিছুটা অপ্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডাইতে হেরে চাপে পড়ে গেছে টিম ইন্ডিয়া। এর আগে জিম্বাবোয়ে সিরিজেও ভারতীয় দল প্রথম ম্যাচে হেরে গেছিল, এরপর থেকেই প্রশ্ন উঠছে দলের খেলোয়াড়দের টেম্পারমেন্ট নিয়ে। ম্যাচ ফিনিশ করার জন্য যে দক্ষতা বা স্নায়ুচাপ ধরে রাখার ক্ষমতা লাগে তা দেখাতে পারেনি ভারতীয় লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা প্রথম দুই ওডিআইতে নজর কাড়লেও বাকিরা তেমন পারফরমেন্স দেখাতে পারেননি, এরই মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দেখা দিল বিতর্ক। 

আরও পড়ুন-'গম্ভীর একদমই অহংকারী নয়, ও জিততে ভালোবাসে, হেরে গেলে কাঁদত', বলছেন ছোটবেলার কোচ

প্রথম একদিনের ম্যাচে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা দল করেছিল ২৩০ রান। পাল্টা ভারতীয় দল সেই রান চেজ করতে নেমে রোহিত শর্মার অর্ধশতরানের ভর দিয়ে অনবদ্য শুরু করেছিল। দেখে মনে হয়েছিল সেই ম্যাচে হয়ত সহজেই জিতবে ভারত, কিন্তু সেটা হয়নি। শেষদিকে যাও বা লড়াই করেন শিবম দুবে। কয়েকটা বাউন্ডারি মেরে ম্যাচে ভারত-শ্রীলঙ্কা দলের রান সমানে সমানে নিয়ে আসেন তিনি। এরপর তিনি আউট হওয়ায় আর্শদীপ সিংয়ের কাজ ছিল স্রেফ এক রান করা। তিনি বাউন্ডারি মারতে গিয়ে আউট হতেই ম্যাচ টাই ঘোষণা করেন আম্পায়াররা, আর সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন-‘এটা শেষ নয়, এখান থেকেই শুরু করব!’ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার বার্তা লভলিনার

জানা যাচ্ছে ম্যাচের দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং রবীন্দ্রা উইমালাসিরির ভুলেই নাকি প্রথম একদিনের ম্যাচ টাই থেকে যায়। তাঁরাই নাকি আইসিসির নিয়ম বিরুদ্ধ কাজ করে ফেলেন। আইসিসির নিয়মে স্পষ্ট বলা আছে একদিনের ম্যাচ যদি অমিমাংসিত থাকে তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারে ম্যাচের মিমাংসা না হলে আবারও সুপার ওভার হবে, একান্তই যদি পরিবেশ আবহাওয়া পরিস্থিতির জন্য ম্যাচ আয়োজন করা না যায় তাহলেই একমাত্র ম্যাচ টাই ঘোষণা করা সম্ভব, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েই নিজেদের সিদ্ধান্ত মতো ম্যাচ টাই ঘোষণা করেন আম্পায়াররা, যদিও ভারতীয় দল এই নিয়ে কিছু বলেনি।

আরও পড়ুন-পাঁচটি পদক হাতছাড়া অলিম্পিক্সে! ক্রীড়াবিদদের ওপর বিরক্ত প্রকাশ! পাশে দাঁড়াচ্ছেন বিন্দ্রা!

এর আগে ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালের সময় দেখা গেছিল, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের রান এক জায়গায় থাকায় ম্যাচ সুপার ওভারে গেছিল। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। বুধবার সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ।

ক্রিকেট খবর

Latest News

আয়ুষ্মান ভারত চালু হচ্ছে পড়শি রাজ্যেও, বিরোধিতা এখন শুধু বাংলা ও দিল্লির বাংলায় ঝড় তুলেছে 'আর কবে?', তখন লন্ডনে এড শিরানের সঙ্গে ম্যাজিক্যাল অরিজিৎ সিং শামি হয়ে গেলেন শামিত! নাম ও তথ্য বিভ্রাট CAB-র অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফাঁস গম্ভীর-রোহিতের টপ সিক্রেট! ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে কালীঘাটে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান, চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.