প্রথম একদিনের ম্যাচ টাই হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট দল। কিছুটা অপ্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডাইতে হেরে চাপে পড়ে গেছে টিম ইন্ডিয়া। এর আগে জিম্বাবোয়ে সিরিজেও ভারতীয় দল প্রথম ম্যাচে হেরে গেছিল, এরপর থেকেই প্রশ্ন উঠছে দলের খেলোয়াড়দের টেম্পারমেন্ট নিয়ে। ম্যাচ ফিনিশ করার জন্য যে দক্ষতা বা স্নায়ুচাপ ধরে রাখার ক্ষমতা লাগে তা দেখাতে পারেনি ভারতীয় লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা প্রথম দুই ওডিআইতে নজর কাড়লেও বাকিরা তেমন পারফরমেন্স দেখাতে পারেননি, এরই মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দেখা দিল বিতর্ক।
আরও পড়ুন-'গম্ভীর একদমই অহংকারী নয়, ও জিততে ভালোবাসে, হেরে গেলে কাঁদত', বলছেন ছোটবেলার কোচ
প্রথম একদিনের ম্যাচে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা দল করেছিল ২৩০ রান। পাল্টা ভারতীয় দল সেই রান চেজ করতে নেমে রোহিত শর্মার অর্ধশতরানের ভর দিয়ে অনবদ্য শুরু করেছিল। দেখে মনে হয়েছিল সেই ম্যাচে হয়ত সহজেই জিতবে ভারত, কিন্তু সেটা হয়নি। শেষদিকে যাও বা লড়াই করেন শিবম দুবে। কয়েকটা বাউন্ডারি মেরে ম্যাচে ভারত-শ্রীলঙ্কা দলের রান সমানে সমানে নিয়ে আসেন তিনি। এরপর তিনি আউট হওয়ায় আর্শদীপ সিংয়ের কাজ ছিল স্রেফ এক রান করা। তিনি বাউন্ডারি মারতে গিয়ে আউট হতেই ম্যাচ টাই ঘোষণা করেন আম্পায়াররা, আর সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন-‘এটা শেষ নয়, এখান থেকেই শুরু করব!’ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার বার্তা লভলিনার
জানা যাচ্ছে ম্যাচের দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং রবীন্দ্রা উইমালাসিরির ভুলেই নাকি প্রথম একদিনের ম্যাচ টাই থেকে যায়। তাঁরাই নাকি আইসিসির নিয়ম বিরুদ্ধ কাজ করে ফেলেন। আইসিসির নিয়মে স্পষ্ট বলা আছে একদিনের ম্যাচ যদি অমিমাংসিত থাকে তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারে ম্যাচের মিমাংসা না হলে আবারও সুপার ওভার হবে, একান্তই যদি পরিবেশ আবহাওয়া পরিস্থিতির জন্য ম্যাচ আয়োজন করা না যায় তাহলেই একমাত্র ম্যাচ টাই ঘোষণা করা সম্ভব, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েই নিজেদের সিদ্ধান্ত মতো ম্যাচ টাই ঘোষণা করেন আম্পায়াররা, যদিও ভারতীয় দল এই নিয়ে কিছু বলেনি।
এর আগে ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালের সময় দেখা গেছিল, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের রান এক জায়গায় থাকায় ম্যাচ সুপার ওভারে গেছিল। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। বুধবার সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ।