শুভব্রত মুখার্জি:- ১ জুন থেকে শুরু হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের লড়াই। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজন করা হবে এবারের বিশ্বকাপ। প্রস্তুতি প্রায় শেষের পথে। এমন আবহে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচের আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।
ঘটনাচক্রে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। বাংলাদেশি আম্পায়ার হিসেবে যা এক নয়া নজির। তাঁর সঙ্গেই থাকবেন রিচাড ইলিংওয়ার্থ।
৪৭ বছর বয়সী শরফুদ্দৌলাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির তরফে। তাঁর সঙ্গী ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ দীর্ঘদিনের অভিজ্ঞ একজন আম্পায়ার। আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে দিয়েছে বৃহস্পতিবার।
১ জুন টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যৌথ আয়োজকদের অধ্যতম আমেরিকা যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশ কানাডা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। শরফুদ্দৌলাই হতে চলেছেন প্রথম বাংলাদেশি আম্পায়ার যিনি ছেলেদের টি-২০ বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। উল্লেখ্য গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপের ৫ ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছিলেন শরফুদ্দৌলা। পাশাপাশি তিনি মেয়েদের দুটি ওয়ান ডে বিশ্বকাপও করিয়েছেন।
প্রসঙ্গত ২০১৮ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা আরেক আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ বেশ অভিজ্ঞ আম্পায়ার। তিনি তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি জিতেছেন। গতবছর আমদাবাদে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও ৬০ বছর বয়সী ইলিংওয়ার্থ ছিলেন অনফিল্ড আম্পায়ার।
আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে সামলাবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার রিচি রিচার্ডসন। টিভি (তৃতীয়) আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাইস্কি। চতুর্থ আম্পায়ার হিসাবে থাকবেন জিম্বাবোয়ের ল্যাংটন রুসেরে।