অনেক আশা ছিল। কিন্তু মরশুম শুরু হওয়ার আগেই চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পেসার উমরান মালিক। রবিবার নাইট ব্রিগেডের তরফে জানানো হয়েছে, চোটের জন্য পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার। তাঁর পরিবর্ত হিসেবে ৭৫ লাখ টাকায় চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে। যিনি আগেও নাইট ব্রিগেডে ছিলেন। ভারতের হয়ে একটি একদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন।
মুস্তাফিজুরকে নাকি নেবে কেকেআর! গুঞ্জন বাংলাদেশে
আর এমন একটা সময় সাকারিয়াকে নেওয়ার ঘোষণা করা হল, যখন বাংলাদেশি মিডিয়ার একাংশে গুঞ্জন ছড়ানো হয়েছিল যে কেকেআর নাকি মুস্তাফিজুর রহমানকে নেওয়ার পরিকল্পনা করছে। কারণ দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া নাকি চোট পেয়ে আছেন। একটি অংশের মতে, প্রোটিয়া তারকা যদি চোটের জন্য ছিটকে যান, তাহলেও বিকল্প হিসেবে মুস্তাফিজুরকে নেওয়ার সম্ভাবনা কার্যত নেই।
মুস্তাফিজুর একেবারেই ছন্দে নেই
ওই মহলের মতে, সম্প্রতি একেবারেই ছন্দে নেই বাংলাদেশি পেসার। ইডেনের পিচেও বিশেষ সুবিধা করতে পারার কথা নয়। মুস্তাফিজুর মূলত ঢিমেগতির পিচে কার্যকরী, যেখানে বল কার্যত ব্যাট পর্যন্ত পৌঁছায় না। সেখানে ইডেনে এখন রানের ফোয়ারা ওঠে। সেই পরিস্থিতিতে প্রোটিয়া এক্সপ্রেস পেসারের পরিবর্তে মুস্তাফিজুরকে নেওয়ার কোনও সম্ভাবনাই দেখছে না সংশ্লিষ্ট মহল। কারণ কেকেআরের হাতে বাঁ-হাতি পেসার স্পেনসার জনসনও আছেন। যিনি অনেকটাই সারপ্রাইজ প্যাকেজ।
অনুশীলনে বড় ক্যারিবিয়ান তারকাদের
এমনিতে আগামী ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের মধ্যেই প্র্যাকটিস ম্যাচ খেলেন নাইট তারকারা। সেই ম্যাচের পরে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ‘অপশনাল প্র্যাকটিস সেশন’ ছাড়েন কয়েকজন। যে তালিকায় ছিলেন রোভম্যান পাওয়াল, সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী, মণীশ পান্ডেরা।
আরও পড়ুন: আমি টেস্ট খেলতে চাই কিন্তু… এবার কি লাল বলের ক্রিকেটে নামবেন? কী বললেন বরুণ চক্রবর্তী?
কবে আসবেন বরুণ ও হর্ষিতরা?
যাদবপুরের মাঠে ঝড় তোলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। একাধিক বড় শট মারেন নারিন এবং রোভম্যান। যে রোভম্যান সম্ভবত কেকেআরের প্রথম একাদশে প্রাথমিকভাবে ঠাঁই পাবেন না। আন্দ্রে রাসেল, নারিন, কুইন্টন ডি'ককের সঙ্গে চতুর্থ বিদেশি হিসেবে সম্ভবত নরকিয়া বা জনসন খেলবেন। জনসন সোমবার থেকেই কেকেআরের অনুশীলনে যোগ দেবেন বলে সূত্রের খবর। আর সোমবার কলকাতায় এসে মঙ্গলবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা।