লখনউ সুপার জায়ান্টের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্ত। সোমবার ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার উপস্থিতিতে বিষয়টি ঘোষণা করা হয়। রেকর্ড অর্থের বিনিময় পন্তকে মেগা অকশনে তুলে নিয়েছিল এলএসজি। গত বছর তাদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। এবছর তাঁর ঠিকানা বদল হয়েছে। তাই আশাই করা হচ্ছিল যে ঋষভকে অধিনায়ক করতে চলেছে তারা। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই রোহিত শর্মার প্রশংসা করতে দেখা গেল পন্তকে। তিনি এদিন জানান যে ভারতীয় দলের অধিনায়কের থেকেই কীভাবে অন্য খেলোয়াড়দের যত্ন নিতে হয় সেই বিষয়টি শিখেছেন। তবে শুধু রোহিত নন, অন্যান্য সিনিয়র খেলোয়াড়দেরও প্রশংসা করেন ঋষভ।
২০১৭ সালে বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ঋষভ পন্তের। মহেন্দ্র সিং ধোনির অধীনেও খেলেছেন তিনি। ঋষভ মনে করেন শুধু অধিনায়ক নয়, দলের সিনিয়র ক্রিকেটারদের থেকেও অনেক কিছু শেখার আছে। লখনউয়ের অধিনায়ক হওয়ার পর তিনি বলেন, ‘আমি অনেক অধিনায়কের থেকে অনেক কিছু শিখেছি। দলের সিনিয়র খেলোয়াড়দের থেকেও শিখেছি। আমার মনে হয় শুধু অধিনায়কদের থেকে নয়, সিনিয়রদের থেকেও শেখার অনেক কিছু আছে। সিনিয়র ক্রিকেটারদের খেলা সম্পর্কে অনেক জ্ঞান থাকে, যা আপনি তাদের থেকে শিখতে পারবেন।’
এরপরেই রোহিতের নেতৃত্বের প্রশংসা করেন পন্ত। তিনি বলেন, ‘কোনও একজনের নাম আলাদা করে বলা খুব কঠিন। যেমন রোহিত ভাইয়ের থেকে আমি কিভাবে অন্য খেলোয়াড়দের যত্ন নিতে হয় সেটা শিখেছি। আমি যখন অধিনায়ক হই তখন সেটাই করার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনি যখন একজন ক্রিকেটারের উপর আস্থা এবং ভরসা দেখাবেন তখন সে দলের জন্য এমন কিছু করে দেখাবে যা কল্পনাও করা যায়নি। আর আমি এই ধরণের মতাদর্শই পছন্দ করি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সব সময় খেলোয়াড়দের পাশে থাকব। আমরা তাদের বিশ্বাস জোগাব। আমরা স্পষ্ট বার্তা দেব। খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হার না মানা মনোভাব। পারফরম্যান্স আসবে যাবে, কিন্তু এই মানসিকতাকে আমি বেশি প্রাধান্য দিই। মাঠে যখন থাকবে তখন নিজের ১০০ শতাংশটা দেওয়ার চেষ্টা করতে হবে।’ উল্লেখ্য, আইপিএলের মেগা অকশনে রেকর্ড ২৭ কোটি টাকার বিনিময় ঋষভকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্ট, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে তাঁকে প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার নতুন দলে কেমন প্রত্যাশা পূরণ করতে পারেন তিনি।