হারতে হারতে ক্লান্ত নাইট রাইডার্স। চলতি মেজর লিগ ক্রিকেটে নিজেদের ৯টি লিগ ম্যাচের মধ্যে ৮টিতেই হারের মুখ দেখেন সুনীল নারিন-আন্দ্রে রাসেলরা। টুর্নামেন্টের লিগ পর্ব থেকে বিদায় অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলেসের। লিগের শেষ ম্যাচ না জিতলে আরও বড় লজ্জার মুখে পড়বে শাহরুখ খানের দল।
লিগে নিজেদের নবম ম্যাচে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে মাঠে নামে নাইট রাইডার্স। লডারহিলের এই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন কায়রন পোলার্ড। তিনি ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। ক্যাপ্টেন পুরান ২৪ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া মোনাঙ্ক প্যাটেল ১৩, মাইকেল ব্রেসওয়েল ১৮ ও জর্জ লিন্ডে ১৩ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি কুইন্টন ডি'কক।
নাইট রাইডার্সের হয়ে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন শেডলি। ২৮ রানে ২টি উইকেট নেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন সুনীল নারিন। ৩ ওভারে ২৯ রান খরচ করেও উইকেট পাননি আন্দ্রে রাসেল।
পালটা ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৬ রানে আটকে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে এমআই নিউ ইয়র্ক।
কেকেআরের হয়ে হাফ-সেঞ্চুরি করেন উন্মুক্ত চাঁদ। তবে তিনি অত্যন্ত ধীর গতিতে রান তুলছিলেন বলে তাঁকে রিটায়ার্ড আউটের সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৫৯ রান করে রিটায়ার্ড আউট হন উন্মুক্ত। ২৮ বলে ২৯ রানের ধীর ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। তিনি ৪টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২১ রান করেন অ্যালেক্স হেলস।
আন্দ্রে ফ্লেচার ১০ বলে ৯ রান করেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ২ বলে ২ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। এমআইয়ের হয়ে ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন কায়রন পোলার্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনিই।