আইপিএলে এখনও তাঁর ব্যাট থেকে আসেনি তেমন বড় রান। আইপিএলে দলের টপ অর্ডারের ব্যাটাররা ভালো খেলায় সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং। যখন ব্যাট করতে নামছেন, তখন হয় খুব কম বল হাতে থাকছে, নাহলে পরপর উইকেট হারিয়ে দল চাপের মধ্যে থাকায় নিজের স্বভাবসিদ্ধ ঢংয়েই খেলতে পারছেন না। এবারের আইপিএলে এখনও পর্যন্ত রিঙ্কুর ব্যাট থেকে এসেছে ১২ ম্যাচে মাত্র ১৬৮ রান। বোঝাই যাচ্ছে, সংখ্যাটা অত্যন্ত কম। কদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। টি২০ বিশ্বকাপে জাতীয় দলের অন্য বন্ধুরা সুযোগ পেলেও তিনি রয়েছেন রিজার্ভ স্কোয়াডে। ফলে খেলার সম্ভাবনা ক্ষীণ। এরই মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নাইট রাইডার্স জিতে প্লে অফ পাকা করে নিয়েছে। রিঙ্কু সিং কিন্তু দলের ভালো পারফরমেন্সের দিনেও স্বীকার করে নিলেন নিজের সময়টা একটু খারাপই যাচ্ছে।
আরও পড়ুন-IPL 2024- শাহরুখের কোন চালে বাজিমাত নাইটদের, রহস্য ফাঁস করলেন সিধু, দেখুন ভিডিয়ো
রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখতে যেমন সকলে মুখিয়ে থাকেন, তেমনই সাম্প্রতিক সময় তাঁর সাক্ষাৎকার দেখতেও সকলেই বেশ উদগ্রীব। উত্তর প্রদেশের সহজ সরল এই ছেলে বিরাটকে যেমন বলতে পারেন স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্যাট ভেঙে ফেলেছেন, তেমন ধোনির পরামর্শ ভুলে গেছেন, তাই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। এরই মধ্যে জাতীয় দল থেকে বাদ পড়া রিঙ্কু স্বীকার করে নিলেন, তাঁর পারফরমেন্সে একটু ওঠা নামা হচ্ছে।
আরও পড়ুন-IPL-এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামের জের, গারদে ঠাই ক্রিকেটভক্তের
আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ বলে ২০ রান করে আউট হন রিঙ্কু। বুমরাহর বলে ম্যাচে শেষ ওভারে তিনি আউট হন। তখন অবশ্য তাঁর সব বলেই শট খেলা ছাড়া আর কোনও উপায় ছিল না। এরপর সম্প্রচারকারী সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এখনও এবারে সেরকম ব্যাটিং পাইনি। কিন্তু সুযোগ পেয়েও দলের জন্য খুব একটা ভালো কিছু করতে পারিনি। একটু আপ অ্যান্ড ডাউন (ওঠা নামা) চলছে এখন। নিজেকে মানসিক দিক থেকে অনেক শক্তিশালী এবং ঠান্ডা রাখার চেষ্টা করি। আমি জানি এই ম্যাচে না হলে পরের ম্যাচে হয়ে যাবে। বর্তমান নিয়ে অত ভাবি না, বরং ভবিষ্যৎ নিয়েই থাকতে বেশি পছন্দ করি ’ ।
আরও পড়ুন-IPL-এর মাঝপথে বিদেশিরা দল ছাড়লে শাস্তির নিদান গাভাসকরের, বাদ যায় না যেন বোর্ডও
খারাপ পারফরমেন্সের মধ্যেই রিঙ্কুর গলায় এই আত্মবিশ্বাসই বলে দিচ্ছে আগামী দিনের তারকা হওয়ার সব মশলাই মজুত রয়েছে তাঁর মধ্যে। এরপর জাতীয় দলের হয়ে সুযোগ পেলে নির্বাচকদের যে ব্যাটেই জবাবটা দেবেন, সেটাও বোঝা যাচ্ছে আলিগড়ের এই বাঁহাতি ব্যাটারের হাবে-ভাবে। যদিও এখন তাঁর প্রধান লক্ষ্যই নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করায় অবদান রাখা।