প্রথমে বেথ মুনির ঝড়, তার পর কাশভি গৌতম, তনুজা কানওয়ার, দিয়েন্দ্রা ডটিনদের দাপট- তাতেই ঘরের মাঠে কেঁপে গেল ইউপি ওয়ারিয়র্জ। গুজরাট জায়ান্টসদের কাছে ৮১ রানে ম্যাচ হেরে মহিলা প্রিমিয়ার লিগে বড় চাপে গেল দীপ্তি শর্মার দল।
টস জিতে প্রথমে গুজরাটের দলকে ব্যাট করতে পাঠিয়েছিল ইউপি। সেটাই বুমেরাং হয়ে গিয়েছে তাদের জন্য। বেথ মুনির অপরাজিত ৯৬ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ১৮৬ রানের বড় স্কোর করে গুজরাট। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ইউপি। এই ম্যাচ জিতে অ্যাশলে গার্ডনারের টিম এক লাফে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রসঙ্গত, এই ম্যাচের আগে তারা একেবারে শেষে ছিল।
আরও পড়ুন: কোহলি জিরো, বাবরের তুলনায় কিছুই নয়… নাকে ঝামা ঘষে যাওয়ার পরেও হাস্যকর দাবি পাক প্রাক্তনীর
মুনি আর হারলিনের তান্ডব
দীপ্তি শর্মার নেতৃত্বে ইউপি ওয়ারিয়র্স তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারল। টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠান দীপ্তি। তবে ব্যাট করতে নামলে গুজরাট কিন্তু শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের শেষ বলে তারা ওপেনার দয়ালান হেমলতার (৩ বলে ২) উইকেট হারায়। কিন্তু এর পরেই শুরু হয় ঝড়। বেথ মুনি ও হারলিন দেওল মিলে একেবারে তান্ডব শুরু করেন। তাঁরা দ্বিতীয় উইকেটে ১০১ রান যোগ করেন।
৬টি চারের হাত ধরে ৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন হারলিন। তবে ১৩তম ওভারে আউট হয়ে যান তিনি। হারলিন আউট হলেও, মুনির ঝড়ো ব্যাটিং অব্যাহত ছিল। তিনি শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন এবং ৫৯ বলে অপরাজিত ৯৬ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চারে। আর বেথ মুনির ইনিংসের হাত ধরেই গুজরাট ২০ ওভারে ১৮৬ রান করে। মুনি তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন।
গুজরাট বোলারদের দাপট
ব্যাটসম্যানদের পর, গুজরাটের বোলাররাও দাপট দেখান। অধিনায়ক অ্যাশলে গার্ডনার প্রথম ওভারে দিয়েন্দ্রা ডটিনের হাতে বল তুলে দেন এবং তিনি তাঁর প্রথম ৫ বলের মধ্যেই ২ উইকেট তুলে নেন। এরপর পাওয়ারপ্লে-তে কাশভি গৌতম ও মেঘনা সিং একটি করে উইকেট নিয়ে ইউপি-র দলকে সম্পূর্ণ ভাবে চাপে ফেলে দেন। শেষ পর্যন্ত তারা আর এই চাপ সামলে উঠতে পারেনি। দলের মাত্র ৩৬ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল ইউপি-র অর্ধেক ব্যাটাররা।
আরও পড়ুন: কোহলির কাটাঘায়ে নুনের ছিঁটে- ফিলিপস কীভাবে ক্যাচটা নিয়েছেন, অভিনয় করে বিরাটকে বোঝালেন জাদেজা- ভিডিয়ো
১০৫ রানেই তিন উইকেট পড়ে তাদের। ১৭.১ ওভারে ১০৫ রানেই অলআউট হয়ে যায় তাঁরা। ইউপি-র ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর চিনেল হেনরির। তিনি করেছেন ২৮ রান। এছাড়া ২৫ করেছেন গ্রেস হ্যারিস। ১৭ করেছেন উমা ছেত্রী। ১৪ করেছেন সোফি একলেস্টন। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছে।
কাশভি গৌতম গুজরাটের সবচেয়ে সফল বোলার। তিনি ৩ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। তনুজা কানওয়ারও দুর্দান্ত বোলিং করেছেন এবং ৩ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া দিয়েন্দ্রা ডটিন ২টি, মেঘনা সিং এবং অ্যাশলে গার্ডনার ১টি করে উইকেট নেন।