প্রথমে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান ইউসুফ পাঠান। পরে বল হাতেও দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন তিনি। জিম-আফ্রো টি-১০ লিগের পরে এবার ইউএস টি-১০ মাস্টার্সেও মাঠ মাতানো শুরু ইউসুফের। যদিও দল হারায় ব্যর্থ হয় সিনিয়র পাঠানের একক লড়াই। ম্যাচে শেষ হাসি হাসেন হরভজন সিং-ক্রিস গেইলরা।
ফ্লোরিডায় চলতি ইউএস টি-১০ মাস্টার্সের ষষ্ঠ ম্য়াচে সম্মুখসমরে নামে নিউ জার্সি ট্রাইটনস ও মরিসভিল ইউনিটি। টস জিতে হরভজনের মরিসভিল শুরুতে ব্যাট করতে পাঠায় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নিউ জার্সিকে। ওপেন করতে নেমে ক্যাপ্টেন গম্ভীর মাত্র ৩ রান করে আউট হন। অপর ওপেনার জেসি রাইডার ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন।
ইউসুফ পাঠান ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ইনিংসের পঞ্চম ওভারে এস শ্রীসন্তের বলে দুরন্ত একটি ছক্কা হাঁকান ইউসুফ। এছাড়া ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৭ রান করে আউট হন নমন ওঝা। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৮ রান করে নট-আউট থাকেন ক্রিস বার্নওয়েল। নিউ জার্সি নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৫ রান তোলে।
মরিসভিলের হরভজন সিং ২ ওভার বল করে মাত্র ১১ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন। শ্রীসন্ত ২ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। নাজাফ শাহ ২ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে মরিসভিল ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৬ রান সংগ্রহ করে নেয়। ১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। পার্থিব প্যাটেল ওপেন করতে নেমে ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করে আউট হন। অপর ওপেনার ক্রিস গেইল ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন। শেহান জয়সূর্য ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান।
আরও পড়ুন:- UAE vs NZ 2nd T20I: ভেঙে চুরমার নিউজিল্যান্ডের গরিমা, দুর্বল আমিরশাহির কাছে হার কিউয়িদের
১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন ওবাস পিয়েনার। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন কোরি অ্যান্ডারসন। ৭ বলে ৬ রান করে নট-আউট থাকেন ক্যালভিন স্যাভেজ।
নিউ জার্সির হয়ে ইউসুফ পাঠান ২ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। আরপি সিং ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ১৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন ক্রিস বার্নওয়েল। ম্যাচের সেরা হন পিয়েনার।