অবশেষে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে নেপাল ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় সন্দীপ লামিছানেকে। ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে আমেরিকা সন্দীপ লামিছানের ভিসা প্রত্যাখ্যান করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ফৌজদারি মামলা চলা কোনও নাগরিককে ভিসা দেয় না। তবে সন্দীপ লামিছানেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া হয়েছে। এই কারণ তিনি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলির জন্য উপলব্ধ থাকবেন। সেই কারণে আমেরিকাতে না যেতে পারলেও ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন সন্দীপ লামিছানে।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে-
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের শেষ দুটি গ্রুপ ম্যাচে নেপালের হয়ে খেলতে দেখা যাবে সন্দীপ লামিছানেকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সন্দীপ লামিছানের ভিসা প্রত্যাখ্যান করলেও এবার ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলবেন তিনি। এই কারণে, সন্দীপ লামিছানে দলের সঙ্গে ভ্রমণ করতে পারেননি, তবে এখন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পরশ খাডকা সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছেন যে সন্দীপ লামিছানে নেপালের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারবেন।
ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন সন্দীপ লামিছানেও
সন্দীপ লামিছানেও নিজের এক্স অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছেন। সন্দীপ লামিছানে লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ থেকে হ্যালো।’ তিনি এর সঙ্গে একটি চিঠিও শেয়ার করেছেন তিনি, যাতে সন্দীপ লামিছানে সমস্ত ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন।
এখন কোথায় পৌঁছে গিয়েছেন সন্দীপ লামিছানে-
সন্দীপ লামিছানে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল স্কোয়াডে ছিলেন, কিন্তু তিনি ইউএসএ ভিসা পাননি। এরপর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ ক্যান আইসিসির সঙ্গে সমন্বয় করে সন্দীপকে ওয়েস্ট ইন্ডিজে খেলার অনুমতি করিয়ে দেয়। যা খবর তাতে মনে করা হচ্ছে নেপালের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবেন সন্দীপ লামিছানে। কারণ এই ম্যাচগুলি কিংস্টন, সেন্ট ভিনসেন্টে খেলা হবে। তরুণ বোলার প্রতিশ জিসিকে ভ্রমণ রিজার্ভ হিসেবে আমেরিকায় পাঠানো হয়েছিল। তবে খেলার সুযোগ পাননি তিনিও।
নেপাল কোন গ্রুপে রয়েছে, কাদের বিরুদ্ধে খেলবে-
অন্যদিকে, আমরা যদি নেপালের কথা বলি, এই দলটি নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে। দলটি তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে, তাই সেখানেও খেলতে পারবেন না সন্দীপ লামিছানে। এই ম্যাচটি হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও নেপাল দলের হয়ে খেলবেন সন্দীপ লামিছানে।