শুভব্রত মুখার্জি:- চলতি টি-২০ বিশ্বকাপের অন্যতম 'ডার্ক হর্স' যুগ্ম আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্র। এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটিও তারা ঘটিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে দিয়েছে গত বিশ্বকাপের রানার্স আপ এবং ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান দলকে।তারা তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দলের। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তারা মুখোমুখি হয়েছিল ভারতীয় দলের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও তাদের শেষ পর্যন্ত হারতে হয়েছে। ম্যাচ হেরে দলনায়ক অ্যারন জোন্সের স্পষ্ট স্বীকারোক্তি ম্যাচে তারা ১০-১৫ রান কম করেছিলেন।
আরও পড়ুন-এত তাড়াতাড়ি সব হচ্ছে,হজম হচ্ছে না! বিরাটের উইকেটের স্মৃতিচারণায় নেত্রভালকর
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমেরিকার 'স্ট্যান্ড ইন' অধিনায়ক জানিয়েছেন ' আমরা ১০-১৫ রান কম করেছি। আমরা যদি ১৩০ রান করতে পারতাম তাহলে সেটা খুব কঠিন স্কোর হত। তবে মাঝেমধ্যে এটা হতেই পারে। দলের ছেলেরা খুব সুশৃঙ্খল ক্রিকেট খেলেছে। আমাদের বোলিং ইউনিট ভালো বোলিং করেছে। দলের বোলিং বিভাগ নিয়ে আমি খুব খুশি। আমরা ভালো ফল করতে আত্মবিশ্বাসী। আমেরিকার ক্রিকেটের জন্য এটা খুব দরকার ছিল। কয়েকটা মিটিং করব নিজেদের মধ্যে। তারপর আমরা ফিরে আসব (আয়ারল্যান্ড ম্যাচে)। '
আরও পড়ুন-স্কটল্যান্ডকে ম্যাচ ছাড়বে অজিরা? হেজেলউডের মন্তব্যে বিতর্ক!মুখ খুললেন ইংরেজ কোচ
তিনি আরো যোগ করে বলেন, 'উইকেটটা একটু খটমট ছিল। সিম বোলিংয়ের উপযোগী উইকেট ছিল। সেই কারণেই আজকের উইকেটে কোনধরনের কোন স্পিন ছিল না।আশা করছি মোনাঙ্ক প্যাটেল আগের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবে। ওঁর হাল্কা চোট লেগেছে। ' এই ম্যাচে প্রথমে ব্যাট করে আমেরিকা ৮ উইকেটে ১১০ রান করে। ভারত জবাবে ৩ উইকেট হারিয়ে ১১১ রান করে ম্যাচ জিতে নেয়। সূর্যকুমার যাদব (৫০*) এবং শিবম দুবের (৩১*) অপরাজিত ৭২ রানের পার্টনারশিপে ভর করে ম্যাচটা জিতে নেয় ভারত।
আরও পড়ুন-সেহওয়াগ কে? শাকিবকে কটাক্ষ করেছিলেন বীরু, চরম উপেক্ষায় জবাব বাংলাদেশ কিংবদন্তির
আমেরিকা তাদের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। শুক্রবার ফ্লোরিডায় এই ম্যাচে জিতলেই তারা সুপার-৮'এ চলে যাবে।