অন্ধ্র প্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল উত্তর প্রদেশ। এমনিতে এবারে রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিন্তু টি২০ প্রতিযোগিতার ক্ষেত্রে তাঁদের যে দক্ষতা সেটা প্রমাণ করে দিলেন রিঙ্কু সিং, ভিপরাজ নিগমরা। রিঙ্কুর থেকে আশা করা হয়েছিল বড় ইনিংসের, যদিও কার্যকরি ইনিংস খেললেন তিনি।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উত্তর প্রদেশের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তাঁর সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল সেটা প্রমাণ হয়ে যায় দ্বিতীয় ইনিংসে রিঙ্কু সিংরা ১ ওভার বাকি থাকতে দলকে জিতিয়ে দেওয়ায়। রিঙ্কু সিং অবশ্য শেষ পর্যন্ত দাঁড়িয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। তাঁর খেলায় কিছুটা স্বস্তি পেল কেকেআর।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান করে অন্ধ্রপ্রদেশ। ওপেনাররা তেমন রান না পেলেও মিডল অর্ডারের ব্যাটাররা খেলা ধরে নেন। গ্রুপ স্টেজে অন্ধ্র বেশ ভালো খেলেছিল, ফলে নকআউটেও তাঁদের থেকে ভালো ক্রিকেটই আশা করা হয়েছিল। রিকি ভুই ১৮ বলে ২৩ রান করলেন। ২২ বলে ৩৪ রানের ইনিংস খেললেন সিঙ্গুপুরম। শেষ দিকে কেভি শশিকান্ত ৮ বলে ২৩ রানের ক্যামিও খেলেন।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
জবাবে ব্যাট করতে নেমে আর্যন জুরেল এবং কারণ শর্মার ব্যাটে শুরুটা ভালোই করেছিল উত্তর প্রদেশ দল। জুরেল করেন ১৯ রান। কারণ শর্মা করেন ৩১ বলে ৪৮ রান। এরপর নীতীশ রানা, প্রীয়ম গর্গরা ব্যর্থ হলে মাঠে নামেন রিঙ্কু সিং। তিনি ২২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন, দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। যদিও তাঁর সামনেই নজর কেড়ে নেন আরেক অলরাউন্ডার ভিপরাজ নিগম।
আরও পড়ুন- অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
উত্তর প্রদেশের ভিপরাজ নিগম বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। আউট করেছিলেন পাইলা অবিনাশ এবং রিকি ভুইকে। তবে ব্যাট হাতে তিনি আরও নজর কাড়লেন। একদিকে রিঙ্কু সিং দাঁড়িয়ে থাকলেও দলকে আখেরে কোয়ার্টার ফাইনালে তুললেন নিগমই। মাত্র ৮ বলে তিনি করেন ২৭ রান। মারেন তিনটি চার এবং দুটি ছয়। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।