বাংলা নিউজ > ক্রিকেট > India U-19 vs Australia U-19: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরান ১৩ বছরের বৈভব সূর্যবংশীর

India U-19 vs Australia U-19: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরান ১৩ বছরের বৈভব সূর্যবংশীর

সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরান করল বৈভব সূর্যবংশী। (ছবি- X)

সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরান করল বৈভব সূর্যবংশী। এদিন চেন্নাইয়ে অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় এই রেকর্ড গড়ে সে। বর্তমানে তার বয়স ১৩ বছর ১৮৭ দিন। 

চেন্নাইয়ে ৪ দিনের টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে অনূর্ধ্ব ১৯ ভারত এবং অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া। সোমবার থেকে শুরু হয়েছে ম্যাচ। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া। ২৯৩ রানে অলডাউন হয়ে যায় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষের আগে বিনা উইকেট হারিয়ে ১০৩ রানে করে ভারত। এদিনের ম্যাচে ব্যাট হাতে নজর কাড়ে বৈভব সূর্যবংশী। সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরান করল সে। ব্যাট হাতে ৪৭ বলে ৮১ রান করে অপরাজিত রয়েছে বৈভব। বর্তমানে তার বয়স ১৩ বছর ১৮৭ দিন। এর আগে বাংলাদেশের নাজমুল শান্ত ২০১৩ সালে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অর্ধশতরান করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর ২৩১ দিন। ১৯৯৬ সালে পাকিস্তানের হাসান রাজাও ১৪ বছর ২৭২ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন।    

কে এই বৈভব সূর্যবংশী? বিহারের হয়ে এবছর রঞ্জি ট্রফিতে অভিষেক হয় বৈভবের। তবে শুরুতেই বিতর্কে জড়ায় সে। অভিযোগ, বয়স ভাঁড়িয়ে খেলছে বৈভব। অভিষেকের সময় তার বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। ভারতের চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নজির গড়ে সে। তবে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক কর্তা সেই সময় অভিযোগ করেন, বৈভব বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলছে। তার বয়স কোনও ভাবেই ১২ হতে পারে না।  কমপক্ষে বৈভবের বয়স ১৬ বা ১৭। কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয় বৈভবের পিতার তরফে। তিনি চ্যালেঞ্জ করেন বার্থ সার্টিফিকেট সহ বৈভবের সমস্ত রেকর্ড দেখে যাওয়ার জন্য। যদিও তারপর বৈভবের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর বিষয়টি প্রমাণিত হয়নি। তবে এবার সে ঘরোয়া ছেড়ে আন্তর্জাতিক মঞ্চে রেকর্ড গড়ল। স্বভাবতই এই কৃতিত্বে খুশি হবে তার পরিবার।

প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলছে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ওয়ানডে সিরিজ। যেখানে ৩টি ম্যাচের ৩টি জেতে ভারত। প্রথম ওডিআইতে ৭ উইকেটে, দ্বিতীয়তে ৯ উইকেটে এবং তৃতীয়তে ৭ রানে জয় পায় তারা। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রথম ৪ দিবসীয় টেস্ট ম্যাচ। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই অবশ্য অজিদের বিরুদ্ধে অ্যাডভ্যান্টেজ ভারতের। এরপর ৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘আইস পিক দিয়ে বন্ধুর দাদাকে কুপিয়ে খুন করেছিল বাবা সিদ্দিকির অন্যতম হত্যাকারী’ আগামিকাল কেমন যাবে? ছুটির পরের সোমবারে সুখবর আসবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ব্রা না পরে একটি দিন উদযাপন! ‘নো ব্রা ডে’-র নেপথ্যে কী কারণ অনশনের চাপে বৈঠক ডাকলেন মুখ্য়সচিব, চিকিৎসক সংগঠনের কাছে গেল জোড়া চিঠি একরাশ বুদবুদের মাঝে মালতি! প্রিয়াঙ্কা কন্যার ছবি প্রকাশ্যে আসতেই ভাইয়াল ওটিটি নিয়ে মোহন ভগবতের সুরে সুর মেলালেন প্রহ্লাদ যোশী! কনটেন্টে আসবে বড় বদল? 'পিরিতি কাঁঠালের আঠা..', বহুরূপী-র গানে নাচলেন প্রীতি ও দর্শনা 'পুজো আসে পুজো যায়', দুর্গাপুজোর ছবি দিয়ে কী লিখলেন অপরাজিতা? ‘কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি?’ ‘বিরক্ত’ শ্রীলেখাকে কী উত্তর দিলেন কিঞ্জল? পুজোর দিনেও কোন্দলে জড়াল তৃণমূল, উত্তপ্ত কুঁদঘাট, বিস্ফোরক কাউন্সিলর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.