বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চিত নাম বৈভব সূর্যবংশী। IPL ২০২৫-এর মেগা অকশনে নজর কাড়ে সে। নিলামের দ্বিতীয় দিনে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছিল ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও ১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময় তাকে তুলে নেয় রাজস্থান রয়্যালস। বৈভবকে নিয়ে দিলি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে মূলত লড়াই চলতে থাকে, শেষ পর্যন্ত বাজিমাত করে রাহুল দ্রাবিড়ের দল। দ্রাবিড়ের অধীনে খেলার জন্য মুখিয়ে আছে বৈভব। সে বলে, ‘আমি সত্যিই খুশি যে আমি IPL-এ খেলার সুযোগ পাচ্ছি। আমি রাহুল দ্রাবিড় স্যারের অধীনে খেলতে পেরে উচ্ছ্বসিত, IPL-এ খেলার চেয়েও তার অধীনে খেলতে পেরে আমি বেশি খুশি।’
বৈভব জানায় IPL-এর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই তার। সে বলে, ‘IPL-এর জন্য আমার তেমন কোনও পরিকল্পনা নেই, আমি সাধারণত যেভাবে খেলি সেভাবেই খেলব।’ বৈভব মনে করে না ভারত সম্প্রতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে খুব খারাপ খেলেছে বলে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহিতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আসর বসেছিল। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে একটুর জন্য ট্রফি খোয়ায় ভারত। ১৯৯ রান তাড়া করতে নেমে মাত্র ১৩৯ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বৈভব মনে করছে, এরকম ব্যাটিং ব্যর্থতা যেকোনও দলের সঙ্গেই হতে পারে। সে বলে, ‘আমি বলব না যে আমরা টুর্নামেন্টে ভালো করতে পারিনি, এমন দিন আসে যখন দলের ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়। আমাদের সঙ্গে ফাইনালে তাই হয়েছিল।’
এশিয়া কাপে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছিল বৈভব সূর্যবংশী। প্রতিযোগিতায় দেশের জার্সি গায়ে ২টি হাফ সেঞ্চুরি করে এই ১৩ বছর বয়সী তারকা ক্রিকেটার। PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সে জানিয়েছিল, ‘আমরা ভবিষ্যতে টুর্নামেন্টে আরও ভালো করার লক্ষ্যে রয়েছি।’ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সবচেয়ে সফলতম দেশ ভারত।এখনও পর্যন্ত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।শেষবার ২০২১ সালে এই শিরোপা নিজের নামে করেছিল ভারত।
বিহারের এই তরুণ প্রতিভা নিজের রাজ্যে এতো সমর্থন পেয়ে বেশ খুশি। বৈভব বলে, ‘বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমার পুরো যাত্রায় আমাকে অনেক সাহায্য করেছে। আমাদের সভাপতি রাকেশ স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ সে আরও যোগ করে, ‘বিহারের মুখ্যমন্ত্রীও আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি তার জন্য আমাকে আশীর্বাদ করেছেন। আগামী দিনে আমি ক্রিকেটে সিনিয়র স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই।’