প্রত্যাশা মতোই মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করল ভারত। সেই সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে ভারতীয় দল। সুপার সিক্স রাউন্ডের ভেস্তে যাওয়া অপর ম্যাচে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ-১ থেকে শেষ চারের টিকিট হাতে পেয়ে যায় ভারত ও অস্ট্রেলিয়া। ভারত আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠে এলেও কারা এক নম্বর দল হিসেবে শেষ চারের বৃত্তে প্রবেশ করবে, তা নির্ধারিত হবে পরবর্তী সময়ে।
রবিবার কুয়ালা লামপুরে বাংলাদেশের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে টস জেতে ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদ শুরুতে ব্যাট করতে পাঠান বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন সুমাইয়া আক্তার ও জান্নাতুল ছাড়া দুই অঙ্কের রান করতে পারেননি আর কেউ।
সুমাইয়া ২৯ বলে ২১ রান করেন। ইনিংসের একমাত্র বাউন্ডারিটি মারেন তিনি। ২০ বলে ১৪ রান করেন জান্নাতুল। ভারতের বৈষ্ণবী শর্মা দুর্দান্ত বল করেন। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন তিনি। ১টি করে উইকেট নেন শবনম শাকিল, ভিজে যোশিতা ও গঙ্গাদি তৃষা।
পালটা ব্যাট করতে নেমে ভারত ঝড়ের গতিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৭.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলে ম্যাচ জিতে যায় ভারতীয় দল। ৩১ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন গঙ্গাদি তৃষা। তিনি ৮টি চার মারেন।
৫ বলে ১১ রান করে নট-আউট থাকেন সনিকা চালকে। তিনি ২টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৫ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন নিকি প্রসাদ। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন আনিসা আক্তার ও হাবিবা ইসলাম। ম্যাচের সেরা হন বৈষ্ণবী।
সুপার সিক্সের গ্রুপ-১'এর পয়েন্ট তালিকা
১. ভারত: ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +৪.৫৬৭)।
২. অস্ট্রেলিয়া: ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +২.১৭৬)।
৩. শ্রীলঙ্কা: ৩ ম্যাচে ৩ পয়েন্ট (নেট রান-রেট +০.৫২৫)।
৪. বাংলাদেশ: ৩ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট -১.০১৩)।
৫. স্কটল্যান্ড: ৩ ম্যাচে ১ পয়েন্ট (নেট রান-রেট -২.৬০০)।
৬. ওয়েস্ট ইন্ডিজ: ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -৪.৬৪৪)।
সুপার সিক্স রাউন্ডে সব দলের ১টি করে ম্যাচ বাকি। গ্রুপ থেকে ২টি দল সেমিফাইনালে যাবে। এক্ষেত্রে শেষ ম্যাচের ফলাফলের নিরিখে ভারত ও অস্ট্রেলিয়া ৬ পয়েন্টকে ছুঁতে পারবে না আর কোনও দল। শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫ পয়েন্টে পৌঁছতে পারে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ জিতলে সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছতে পারে। ভারত সুপার সিক্স রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ডের বিরুদ্ধে।