চার ওভারে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করলেন, একাই যেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। লো স্কোরিং ম্যাচ, পেস বোলারদের সহায়ক উইকেট, এমন অবস্থায় মাত্র ১২৪ রান রক্ষা করতে নেমেছিল ভারত। এমন অবস্থায় টিম ইন্ডিয়াকে ভরসা দিলেন বরুণ চক্রবর্তী। একের পর এক, দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটারদের উইকেট শিকার করে প্রোটিয়াদের হাত থেকে ম্যাচ প্রায় কেড়ে নিলেন বরুণ চক্রবর্তী।
বরুণ চক্রবর্তীর স্পেল কেমন ছিল-
এদিনের ম্যাচে পাওয়ার প্লেতে অর্থাৎ ছয় নম্বর ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। ওভারের দ্বিতীয় বলেই এডেন মার্করামকে আউট করেন তিনি। এই সময়ে মার্করামকে বোল্ড করেন বরুণ। এরপরে আট নম্বর ওভারে বল করতে আসেন তিনি। এবার রিজা হেন্ডরিক্সকে বোল্ড করে সাজঘরে ফেরান বরুণ। এরপরে ম্যাচের ১১ নম্বর ওভারে বল করতে এসে মার্কো জানসেনকে বোল্ড করেন বরুণ চক্রবর্তী। এরপরে আসল চমক দেখান ম্যাচের ১৩তম ওভারে। এটাই ছিল এই ম্যাচে বরুণ চক্রবর্তীর স্পেলের শেষ ওবার। ওভারের প্রথম বলেই এনরিখ ক্লাসেন ও ওভারের দ্বিতীয় বলেই ডেভিড মিলারকে সাজঘরে ফেরালেন বরুণ চক্রবর্তী। ক্লাসেনের ক্যাচ ধরেন রিঙ্কু সিং এবং ডেভিড মিলারকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।
এরপরেই ম্যাচের রঙ বদলে যায়। একটা সময় যখ মনে হচ্ছিল ম্যাচটা সহজেই দক্ষিণ আফ্রিকা জিতে যাবে, সেখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ভারত। চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১২৫ রান তাড়া করতে গিয়ে ১৫.৪ ওভারে ৮৬ রানের মধ্যে সাত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
কেমন ছিল ভারতের ইনিংস-
রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হচ্ছে। সেন্ট জর্জ পার্কে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। ছয় নম্বরে ব্যাট করতে আসা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি রান করেন। ৪৫ বলে চারটি চার ও এক ছক্কার সাহায্যে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। টস হেরে প্রথমে ব্যাট করতে আসা ভারতীয় দলের শুরুটা খুব খারপ হয়েছিল। প্রথম ওভারেই শূন্য রানে বোল্ড হন সঞ্জু স্যামসন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। অভিষেক শর্মা (৪) ও অধিনায়ক সূর্যকুমার যাদব (৪) ব্যর্থ হন।
তিলক বর্মা (২০ বলে ২৭ রান) এবং অক্ষর প্যাটেল (২১ বলে ৩১ রান) চতুর্থ উইকেটে ৩০ রানের জুটি গড়েন। অষ্টম ওভারে প্যাভিলিয়নে ফেরেন তিলক। ১২তম ওভারে রান আউট হন অক্ষর। দলের ৭০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় ভারত। রিঙ্কু সিং (১১ বলে ৯) ব্যাট হাতে চমক দেখাতে পারেননি। ভারতীয় ইনিংস ব্যর্থ হওয়ার পর, হার্দিক দায়িত্ব নেন এবং ভূমিকা পালন করেন। তিনি আর্শদীপ সিং (৬ বলে অপরাজিত) এর সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটি গড়েন এবং দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্কো জানসেন, আন্দিলে সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, এনকাবায়োমজি পিটার এবং অধিনায়ক এইডেন মার্করাম একটি করে উইকেট নেন।