ভারতীয় দলের জার্সিতে যেন নবজন্ম হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তির। কয়েক বছর আগে টি২০ বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন। সেবার ভারতীয় দলের পারফরমেন্স একদম ভালো ছিল না। বড় তারকারা রেহাই পেয়ে গেলেও কোপ পড়েছিল বরুণ চক্রবর্তির ওপর। তিনি দল থেকে ছিটকে গেছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের পর থেকেই অনবদ্য ছন্দে রয়েছে তিনি। ম্যাচ শেষে তিনি ধন্যবাদ দিলেন ঈশ্বরকে।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
২০২৪ সালটা বরুণ চক্রবর্তীর বেশ ভালোই গেছিল। ৬ই অক্টোবর জাতীয় দলের জার্সিতে টি২০তে প্রত্যাবর্তন হয় বরুণ চক্রবর্তির, বাংলাদেশের বিরুদ্ধে। সেই সিরিজ থেকে এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তি খেলেছেন ৮টি ম্যাচ। এর মধ্যে ১টি ম্যাচে শুধু উইকেট পাননি বরুণ, বাকি সব ম্যাচেই কমপক্ষে ২টি উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ফাইফারও।
ম্যাচে তিন উইকেট বরুণের-
ইংল্যান্ডের বিরুদ্ধে বছর শুরুর প্রথম টি২০ ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করে দেখালেন বরুণ চক্রবর্তি। চার ওভারে ২৩ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। অষ্টম ওভারে যখন ম্যাচ ফিফটি ফিফটি ছিল, তখনই সেই ওভারে পরপর দুটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দিয়েছিলেন বরুণ। হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোনকে তিনি সাজঘরে ফিরিয়েছিলেন। দুই তারকাই কিন্তু ইংল্যান্ডের জার্সিতে সাম্প্রতিক সময় নজর কেড়েছেন।
জোস বাটলারকে আউট করেন-
এরপর অবশ্য বরুণ চক্রবর্তি পান ম্যাচের সব থেকে গুরুত্বপূরণ উইকেটটি। ভয়ঙ্কর হয়ে ওঠা ইংরেজ অধিনায়ক জোস বাটলারকে আউট করেন তিনি। ৪৪ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক। এক্ষেত্রে নীতীশ রেড্ডির দুরন্ত ক্যাচের প্রশংসাও করতে হবে। কারণ ডিপ পজিশনে ফিল্ডিং কাটতে কাটতে অনেকটা এগিয়ে এসে দুরন্ত ক্যাচ নেন নীতীশ।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
ঈশ্বরকে ধন্যবাদ বরুণের-
ম্যাচ শেষে বরুণ চক্রবর্তী বলছেন, ‘আমি আইপিএলে এই ধরণের পিচ দেখে অভ্যস্ত। আমি জানি এই ধরণের পিচ সিমারদের সুবিধা দেয়, তবে কিছু লেন্থে ভালো বোলিং করলে উইকেট পাওয়া যায়। আমি চেষ্টা করছিলাম ওদের নাগালের বাইরে বোলিং করতে। ইডেনে বাটলারের মতো ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করা সব সময়ই কঠিন। শেষ ওভারটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি সফল হয়েছি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হল, কোনও ব্যাটারকে সাইড স্পিন দিয়ে যখন বিট করা যাচ্ছে না তখন তাঁকে বাউন্স দিয়ে আউট করা যায়। আমি এখনও নিজেকে দশে সাত দেব, এখনও অনেক কাজ করতে হবে’।