নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে টসের পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান যে, তাঁরা এই ম্যাচের প্লেয়িং ইলেভেনে একটি বদল করছেন। রোহিত স্পষ্ট জানান যে, তাঁরা হর্ষিত রানাকে বিশ্রাম দিচ্ছেন এবং তাঁর জায়গায় মাঠে নামছেন বরুণ চক্রবর্তী। অর্থাৎ, ভারতীয় দল বাড়তি স্পিনার নিয়ে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামে।
উল্লেখযোগ্য বিষয় হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনারের ফর্মুলা সুপারহিট প্রমাণিত হয়। হর্ষিতের জায়গায় দলে ঢোকা বরুণ চক্রবর্তী একাই তুলে নেন ৫টি উইকেট এবং তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। এছাড়া কুলদীপ যাদব ২টি এবং রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট সংগ্রহ করেন। অর্থাৎ, ম্যাচে প্রতিপক্ষের ১০টি উইকেটের মধ্যে ৯টি তুলে নেন ভারতের চার স্পিনার, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বেনজির সন্দেহ নেই।
৪৮ ঘণ্টার মধ্যে একই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ দল হল নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া কার্যত একই ঘরানার ক্রিকেট খেলে। তবে কিউয়ি ব্যাটাররা অজিদের তুলনায় ভালো স্পিন সামলাতে পারেন। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও স্পিন অস্ত্রে বাজিমাত করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কি ভারত দলে ফেরাবে হর্ষিত রানাকে? কেননা তাঁকে নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেন রোহিতরা, পারফর্ম্যান্সের কারণে তিনি বাদ পড়েননি। হর্ষিতকে দলে ফেরাতে হলে বাদ পড়তে হবে একজন স্পিনারকে। সেক্ষেত্রে ৫ উইকেট নেওয়া বরুণকে কি বসিয়ে দেওয়ার সাহস দেখাবেন রোহিতরা? নাকি কোপ পড়বে কুলদীপের উপরে?
কিংবদন্তি সুনীল গাভাসকর এক্ষেত্রে সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ করেন। তাঁর দাবি, অজিদের বিরুদ্ধে এই কম্বিনেশন বদলানোর কোনও প্রয়োজন নেই। নিজের যুক্তির পিছনে ২টি কারণ দেখিয়েছেন সানি। প্রথমত, দুবাইয়ের পিচে স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনা বেশি ও অস্ট্রেলিয়ার ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে তেমন সড়গড় নন। সেটা বোঝা গিয়েছে গত শ্রীলঙ্কা সিরিজেই। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন অজি ব্যাটাররা।
দ্বিতীয়ত, নতুন বলে শামির সঙ্গী হিসেবে হার্দিক পান্ডিয়া এক্কেবারে যথাযথ। হার্দিক ভালো বল করছেন, তাই বাড়তি পেসারের প্রয়োজন নেই এক্ষেত্রে। তাই সুনীল গাভাসকর এক্ষেত্রে সওয়াল করেন বরুণ চক্রবর্তীকে সেমিফাইনালের দলে রেখে দেওয়ার পক্ষে। অর্থাৎ সানি চান যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ভারত ৪ স্পিনারে মাঠে নামুক।