আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে শনিবার মুখোমুখি হওয়া একটি দল যেমন রয়েছে লিগ টেবিলে সবার ওপরে ১৮ পয়েন্ট নিয়ে, তেমনই অপর দল হারের পর আরও এক রাশ লজ্জা নিয়েই মাঠ ছেড়েছে। কারণ তাঁদের স্থান ৯ নম্বরে, মাত্র ৮ পয়েন্ট রয়েছে ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়েই ১০ নম্বরে রয়েছে পঞ্জাব, ফলে তাঁরা জিতলে ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়কের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ টেবিলে ফের নিচে নেমে আসবে। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচনার বিষয় রোহিত শর্মার ফর্ম।
গত ৬ ম্যাচে রোহিত শর্মা মাত্র ২বার দুই অঙ্কের রান করেছেন। কলকাতার বিরুদ্ধে প্রথম লেগে ১১ এবং দ্বিতীয় লেগের ম্যাচ ১৯। বাকি চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে রাজস্থানের বিরুদ্ধে ৬, দিল্লির বিরুদ্ধে ৮, লখনউ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ রান করে। অথচ এই রোহিতই তাঁর আগে চার ম্যাচে একটি শতরানের পাশাপাশি পরপর বড় রান করেছিলেন। ভারতীয় অধিনায়কের টি২০ বিশ্বকাপের আগে অফ ফর্মে বেজায় চিন্তায় টিম ভারতীয় ক্রিকেটমহল। এরই মধ্যে নাইট রাইডার্সের ক্রিকেটার তথা এবারের আইপিএলে তাঁদের দলের সর্বোচ্চ উইকেট শিকার করা বরুণ চক্রবর্তী বলে দিলেন, রোহিতকে আউট করার ছক তাঁদের কষা ছিল। সেই মতোই তাঁরা রোহিতের উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন-IPL-এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামের জের, গারদে ঠাই ক্রিকেটভক্তের
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৪ বলে ১৯ রান করেন রোহিত শর্মা, যা নিয়ে বেজায় সমালোচনা হচ্ছে। খুব বড় রান চেজ করতে না হলেও, মুম্বই হেরেছে ১৮ রানে। আরেক ওপেনার ইশান কিষান মারকাটারি ঢংয়ে ৪০ রান করলেও ডাহা ফেল রোহিত। নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীর কথায় উঠে এল, তাঁদের পাতা ট্র্যাপেই কিন্তু পা দিয়েছেন রোহিত। টি২০ বিশ্বকাপের আগে অন্য দেশের বোলাররাও কিন্তু তাঁর সেই ত্রুটি জেনে গেলেন।
আরও পড়ুন-IPL-এর মাঝপথে বিদেশিরা দল ছাড়লে শাস্তির নিদান গাভাসকরের, বাদ যায় না যেন বোর্ডও
২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত ১৮ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর বলেই শনিবার আউট হন রোহিত শর্মা। সুনীল নারিনের হাতে ধরা দেন রোহিত। ম্যাচের পর বরুণ বলেন, ‘ আমরা প্ল্যান করেই নেমেছিলাম যাতে রোহিত অ্যাক্রস দ্য লাইন(অর্থাৎ স্কোয়ার লেগের দিকে) শট মারে। উইকেট থেকে একটু সাহায্য পেয়েছি। তাই সাফল্য পেয়েছি। উইকেট ফ্ল্যাট থাকলেও এখন আগের থেকে ভালো, তাতেই সুবিধা হয়েছে। এটাই আমাদের প্ল্যান ছিল’।
আরও পড়ুন-IPL 2024- শাহরুখের কোন চালে বাজিমাত নাইটদের, রহস্য ফাঁস করলেন সিধু, দেখুন ভিডিয়ো
উল্লেখ্য সেই ট্র্যাপে পা দিয়েই রোহিত শর্মা স্কোয়ার লেগের দিকে শট খেলতে গিয়ে আউট হন। ফলে টি২০ বিশ্বকাপে ভারতকে সাফল্য এনে দিতে গেলে যে তাঁকে এরকম শট খেলে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমাতে হবে অথবা টাইমিংয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ নিশ্চিত হতে হবে, তা বলাই বাহুল্য। কারণ আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দল ছিটকে গেলেও রোহিতের ব্যাটের ওপর ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন নির্ভর করছে।