দুর্বল প্রতিপক্ষ সন্দেহ নেই। তবে মিজোরামকে নিয়ে এমন ছেলেখেলা করবেন বরুণ চক্রবর্তীরা, এতটাও আশা করা যায়নি। বিজয় হাজারে ট্রফির ম্যাচে বরুণের স্পিন জালে জড়িয়ে নিতান্ত সস্তায় গুটিয়ে যায় মিজোরামের ইনিংস। পালটা ব্যাট করতে নেমে জয় তুলে নিতে বিশেষ সময় লাগেনি তামিলনাড়ুর।
শুক্রবার মিজোরামের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ডি-গ্রুপের ম্যাচে টস জেতেন তামিলনাড়ু দলনায়ক সাই কিশোর। টস জিতে তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রতিপক্ষকে। মিজোরাম ২১.২ ওভারে মাত্র ৭১ রানে অল-আউট হয়ে যায়।
তিন নম্বরে ব্যাট করতে নেমে মিজোরামের হয়ে সব থেকে বেশি ২৩ রান করেন অগ্নি চোপড়া। ৩০ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। ওপেন করতে নেমে ১৪ বলে ১২ রান করেন উইকেটকিপার জেহু অ্যান্ডারসন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মোহিত জাঙ্গরা ২২ বলে ১৭ রান করেন। তিনিও ১টি চার ও ১টি ছক্কা মারেন।
মিজোরামের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ক্যাপ্টেন ববি ৩ বলে ১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি মিজোরামের দু'জন ব্যাটার।
লিস্ট-এ কেরিয়ারের সেরা বোলিং বরুণ চক্রবর্তীর
তামিলনাড়ুর হয়ে ৫.২ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ৯ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন বরুণ চক্রবর্তী। বিজয় শঙ্কর ২ ওভার বল করে কোনও রান খরচ করেননি। তিনি তুলে নেন ২টি উইকেট। ২ ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট নেন মহম্মদ আলি। ৫ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র। সাই কিশোর উইকেট না পেলেও ৫ ওভারে মোটে ১৭ রান খরচ করেন।
বরুণ চক্রবর্তীর লিস্ট-এ কেরিয়ারের এটি সেরা বোলিং পারফর্ম্যান্স। উল্লেখ্য, ক'দিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলে বরুণের থাকা কার্যত নিশ্চিত। তিনি বিজয় হাজারে ট্রফির মঞ্চে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সেরে রাখছেন বলা যায়। চলতি বিজয় হাজারে ট্রফির ৪টি ম্যাচে মাঠে নেমে মোট ১০টি উইকেট নিলেন কেকেআরের রহস্য স্পিনার।
১০ ওভারেই খেল খতম
পালটা ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তামিলনাড়ু। তারা বিনা উইকেটে ৭৫ রান তুলে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে। ২৪০ বল বাকি থাকতেই বিরাট জয় তুলে নেয় তামিলনাড়ু। ৩২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তুষার রাহেজা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২৮ বলে ৪৬ রান করে নট-আউট থাকেন নারায়ণ জগদীশান। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বরুণ চক্রবর্তী।