চলতি বিজয় হাজারে ট্রফিতে ফের বল হাতে চমক দেখালেন বরুণ চক্রবর্তী। রাজস্থানের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে নাগালের বাইরে বেরিয়ে যেতে চলা ম্যাচে তামিলনাড়ুকে অ্যাডভান্টেজ এনে দেন কেকেআরের তারকা স্পিনার।
ভদোদরায় টস জেতেন তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোর। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। শুরুতেই ওপেনার সচিন যাদবের (৪) উইকেট হারিয়ে বসে রাজস্থান। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে শক্তি ভিতে বসিয়ে দেন অভিজিৎ তোমর ও ক্যাপ্টেন মহীপাল লোমরোর।
দ্বিতীয় উইকেটের জুটিতে অভিজিৎ ও মহীপাল ১৬০ রান যোগ করেন। অভিজিৎ ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ১০৭ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৪টি ছক্কার। শেষমেশ ১২৫ বলে ১১১ রান করে আউট হন অভিজিৎ। তিনি সাকুল্যে ১২টি চার ও ৪টি ছক্কা মারেন।
মহীপাল ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪৯ বলে ৬০ রান করে ক্রিজ ছাড়েন। সাহায্য নেন ৩টি চার ও ৪টি ছক্কার। রাজস্থান একসময় ১ উইকেটে ১৮৪ রান তুলে ফেলে। সেখান থেকে তারা ৪৭.৩ ওভারে অল-আউট হয়ে যায় ২৬৭ রানে। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ধসে পড়ে রাজস্থানের প্রতিরোধ।
দীপক হুডা ৮ বলে ৭ রান করেন। মারেন ১টি চার। ২৮ বলে ৩৫ রান করেন কার্তিক শর্মা। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২০ বলে ১৫ রান করেন সমরপ্রীত যোশী। তিনি ১টি বাউন্ডারি মারেন। মানব সুতার ১ রান করে সাজঘরে ফেরেন।
ফের ৫ উইকেট বরুণ চক্রবর্তীর
বরুণ চক্রবর্তী ৯ ওভারে ৫২ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। চলতি বিজয় হাজারে ট্রফিতে এই নিয়ে মোট দু'বার ইনিংসে ৫ উইকেট নেন বরুণ। এর আগে মিজোরামের বিরুদ্ধে লিগ ম্যাচে মাত্র ৯ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন তিনি। বরুণ বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগে ৫টি ম্যাচে মেঠে নেমে মোট ১৩টি উইকেট নেন। এবার প্রি-কোয়ার্টারে সংগ্রহ করেন আরও ৫টি উইকেট। সুতরাং, টুর্নামেন্টের ৬ ম্যাচে মোট ১৮টি উইকেট সংগ্রহ করলেন তিনি।
আরও পড়ুন:- ২৩ জানুয়ারি দেখা যাবে! রোহিত-কোহলিদের ডেট-লাইন জানিয়ে দিলেন গাভাসকর, নাহলে…?
রাজস্থানের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে ১০ ওভারে ৪৯ রান খরচ করে ২টি উইকেট নেন সাই কিশোর। সন্দীপ ওয়ারিয়র ৩৮ রানে ২টি উইকেট নেন। ৩১ রানে ১ উইকেট দখল করেন ত্রিলোক নাগ।