আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ভারতের কাছে আক্ষরিক অর্থেই স্টেজ রিহার্সাল হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির যথাযথ কম্বিনেশন নির্ধারণই হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে আসল চ্যালেঞ্জ।
যদিও জসপ্রীত বুমরাহকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে মাঠে নামতে হবে ভারতীয় দলকে। জসপ্রীত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ ফিট হয়ে ওঠেন, তবে রোহিতদের সেই অনুযায়ী পরিকল্পনা বদল করতে হবে।
আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের চোখ থাকবে বেশ কয়েকজনের দিকে। প্রথমত, বুমরাহ যদি নিতান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান, তবে মহম্মদ শামির উপর স্পটলাইট এসে পড়বে। শামি লোড নিতে কতটা তৈরি, সেটা বোঝা যাবে নাগপুরের প্রথম ওয়ান ডে ম্যাচে।
দ্বিতীয়ত, সাম্প্রতিক ফর্মের দিকে তাকিয়ে জাতীয় নির্বাচকরা শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে ওয়ান ডে স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছেন। তিনি যে রকম ছন্দে রয়েছেন, তাতে বরুণকে মাঠের বাইরে বসিয়ে রাখা মুশকিল হবে টিম ম্যানেজমেন্টের পক্ষে। বরুণকে যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হয়, তবে ইংল্য়ান্ড সিরিজের ৩টি ওয়ান ডে ম্যাচে তাঁকে যাচাই করে নিতে চাইবেন গম্ভীররা। যার অর্থ, বরুণ নাগপুরে ভারতের ওয়ান ডে ক্যাপ হাতে পেতে পারেন।
ভারতের ব্যাটিং লাইনআপ কার্যত সেট দেখাচ্ছে। ওপেনে রোহিতের সঙ্গে গিলের ব্যাট করতে নামা প্রায় নিশ্চিত। যশস্বীকে এক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে। তিনে বিরাট কোহলি ও চারে শ্রেয়স আইয়ারের মাঠে নামা নিয়ে সংশয় নেই। ঋষভ পন্তের বদলে ভারতীয় শিবির উইকেটকিপার হিসেবে ব্যবহার করতে পারে লোকেশ রাহুলকে।
পেসার অল-রাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং স্পিনার অল-রাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার মাঠে নামা নিয়েও কার্যত কোনও সংশয় নেই। অক্ষর প্যাটেল অথবা চোট সারিয়ে দলে ফেরা কুলদীপ যাদবের মধ্যে কোনও একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। শামির সঙ্গে নতুন বলে দৌড় শুরু করতে পারেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। বরুণ দলে ঢোকায় ওয়াশিংটন সুন্দরের প্রথম একাদশে ঢোকার রাস্তা কঠিন হয় সন্দেহ নেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল/কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং।