ইংল্যান্ডের আয়োজিত ওয়ান ডে কাপে দুরন্ত পারফরমেন্স করলেন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার। দলকে জেতালেনও। কেকেআরের হয়ে এবারই জিতেছিলেন আইপিএল। কোয়ালিফায়ার এবং নকআউটে কেকেআরের জার্সিতে পরপর দুই ম্যাচেই অর্ধশতরান ছিল বেঙ্কির। এরপর ঘরোয়া ক্রিকেট শুরুর আগে তিনি চলে গেছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। সেখানে ওয়ান ডে কাপে গায়ে তুলে নেন ল্যাঙ্কাশায়ারের জার্সি। আর তাতেই ঝলক দেখালেন নিজের অলরাউন্ড পারফরমেন্সের। এমনিতে ব্যাটার হলেও মাঝে মধ্যেই বেঙ্কটেশ আইয়ারকে দেখা যায় সিম বোলিং করতে। ইংল্যান্ডে ওয়ান ডে কাপের ম্যাচে সিম বোলিং দিয়ে নিজের দল ল্যাঙ্কাশায়ারকে জেতালেন বেঙ্কটেশ আইয়ার। পরপর উইকেট তুলে নিলেন ওরচেস্টাশায়ারের বিপক্ষে। ব্যাট হাতেও রান পান কেকেআরের এই টপ অর্ডার ব্যাটার।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
ওরচেস্টারশায়ারের বিপক্ষে ওয়ান ডে কাপে প্রথমে ব্যাট হাতে করেন ২৫ রান। ৫০ ওভারে তাঁর দল করে ২৩৭ রান। এরপর বেঙ্কটেশ আইয়ারের ওপরই বর্তেছিল শেষ ওভারে রান ডিফেন্ড করার গুরু দায়িত্ব, সেখানেও হতাশ করেননি তিনি। প্রথম দুটো বল লেগ বাই এবং বাইয়ের মাধ্যমে বাউন্ডারি হয়ে যায়, এরপর তাঁর ওপরই চাপ পড়েছিল। কিন্তু শেষ দুই বলে টম হিনলে এবং হ্যারি ডার্লিকে আউট করে ৩ রানে ল্যাঙ্কাশায়ারকে জেতান বেঙ্কটেশ আইয়ার।
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর জমানার শুরুর পর থেকেই শ্রেয়স আইয়ার থেকে হর্ষিত রানা, ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নাইট রাইডার্স ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ারও মরিয়া নিজেকে প্রমাণ করে তাই জাতীয় দলের দরজায় কড়া নাড়তে। এই মূহূর্তে ভারতীয় দলে সিমিং অলরাউন্ডার বলতে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবে। নিজের বোলিং এবং ব্যাটিংয়ে উন্নতি করতে পারলেই জাতীয় দলের শিবমের প্রতিযোগী হয়ে উঠতেই পারেন বেঙ্কি, তাই ঘরোয়া মরশুম শুরুর আগে আপাতত বিদেশের মাটিতে খেলেই নিজেকে তৈরি করে নিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচ জয়ের পর নিজেদের ভারতীয় পেসারের দুরন্ত বোলিংয়ের এক ভিডিয়ো সোশাল মিডিয়ায় দিয়েছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
মূলত বিদেশের মাটিতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই ইংল্যান্ডে কাউন্টি খেলতে যায় ভারতীয় ক্রিকেটাররা। এই মূহূর্তে সেদেশে ওয়ান ডে কাপ খেলতে ব্যস্ত আরেক তারকা যুজবেন্দ্র চাহালও।