শেষ ওভারের থ্রিলারে সৌরাষ্ট্রকে হারিয়ে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে উঠল মধ্যপ্রদেশ। দলের জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কেকেআরের বেঙ্কটেশ আইয়ার। সৌরাষ্ট্র পরাজিত হওয়ায় ব্যর্থ হয় চিরাগ জানির একক লড়াই।
আলুরে টস জিতে সৌরাষ্ট্রকে শুরুতে ব্যাট করতে পাঠায় মধ্যপ্রদেশ। সৌরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। যদিও মিডল অর্ডার ব্য়াটার চিরাগ জানি ছাড়া ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে পারেননি আর কেউই।
চিরাগ ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪৫ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৮টি চার ও ৪টি ছক্কা। এছাড়া ওপেন করতে নেমে হার্ভিক দেশাই ১৪ বলে ১৭ রান করেন। তিনি ৩টি চার মারেন। খাতা খুলতে পারেননি অপর ওপেনার তরঙ্গ।
তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রেরক মানকড় ১২ বলে ১৬ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৯ বলে ১৫ রান করেন বিশ্বরাজ জাদেজা। তিনি ২টি চার মারেন। ১৩ বলে ১১ রান করেন সমর গজ্জর। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন রুচিত আহির। জয় গোহিল ৬ বলে ১৭ রান করেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন জয়দেব উনাদকাট।
খরুচে আবেশ, দাপুটে বোলিং বেঙ্কটেশের
মধ্যপ্রদেশের হয়ে ২টি উইকেট নিলেও ৪ ওভারে ৫১ রান খরচ করেন আবেশ খান। বেঙ্কটেশ আইয়ার ৩ ওভারে ২৩ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন ত্রিপুরেশ সিং, শিবম শুক্লা ও রাহুল। উইকেট পাননি কুমার কার্তিকেয়া।
পালটা ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ ১৯.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জিতে শেষ চারের টিকিট পকেটে পোরে মধ্যপ্রদেশ।
ওপেন করতে নেমে অর্পিত ২৯ বলে ৪২ রান করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। অপর ওপেনার হর্ষ গাওলি ১১ বলে ১১ রান করেন। তিনি ১টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শুভ্রাংশু সেনাপতি ১৬ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার মারেন।
ম্যাচ জেতানো ইনিংস বেঙ্কটেশের
বেঙ্কটেশ আইয়ার ৩৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৮ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন রজত পতিদার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২২ রান করে নট-আউট থাকেন হরপ্রীত সিং।
সৌরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট, অঙ্কুর পানওয়ার, চিরাগ জানি ও প্রেরক মানকড়। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা হন বেঙ্কটেশ আইয়ার।