এবার কি শেষ আইপিএল খেলে ফেললেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি? ক্রিকেট মহলে যখন এই নিয়ে তীব্র জল্পনা চলছে। এর মাঝেই আশার কথা শোনালেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তিনি আশা করছেন যে, ২০২৫ আইপিএলেও খেলবেন ধোনি। তবে একই সঙ্গে সিএসকে-র সিইও এও জানিয়েছেন, তাঁরা ধোনিকে খেলার জন্য জোর করবেন না। এই তারকা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত হবে। ধোনি কী সিদ্ধান্ত নেন, তার জন্য অপেক্ষা করবে সিএসকে। ধোনি অবশ্য এখনও কোনও কিছু সিদ্ধান্ত জানাননি।
আরও পড়ুন: অসুস্থতার কারণে আমরা সকলে ১০০ শতাংশ দিতে পারেনি- দলের হাল ফাঁস করলেন সঞ্জু
ধোনির সিদ্ধান্তকে সম্মান করবে সিএসকে
এই মরশুমে চেন্নাই সুপার কিংস প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। আর তার পরেই ৪২ বছয় বয়সী ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। এর মাঝেই কাশী বিশ্বনাথন বলেছেন, ‘আমি জানি না, ও কী করবে। এটি এমন একটি প্রশ্ন, যার উত্তর শুধুমাত্র এমএস (ধোনি) দিতে পারবে। আমরা সবসময় এমএসের নেওয়া সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা এটা ওর উপর ছেড়ে দিয়েছি এবং আপনারা সবাই জানেন যে, উপযুক্ত সময়ে এলে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং সেটা নিজেই ঘোষণা করেছে।’
আরও পড়ুন: T20 World Cup-এ বিরাটকে দিয়ে ওপেন করানোটা বেশ ঝুঁকির হবে- দাবি কোহলির প্রাণের বন্ধু ডি'ভিলিয়ার্সের
চেন্নাই চায়, ২০২৫-এও খেলুন মাহি
সিএসকে-র পোস্ট করা একটি ভিডিয়োতে বিশ্বনাথন আরও বলেছেন, ‘আমরা আশা করছি যে, ও যখন সিদ্ধান্ত নেবে, আমরা একটি জানতে পারব, সেই বুধে ভাবনাচিন্তা করব। তবে আমরা খুব আশাবাদী যে, ও আগামী বছর সিএসকে-র জন্য উপলব্ধ থাকবে। এটাই ভক্তদের এবং আমার প্রত্যাশা।’
আরও পড়ুন: BCCI-এর প্রস্তাবের কথা স্বীকার করলেও, আগ্রহী নন পন্টিং, ভারতের কোচ হতে অরাজি অ্যান্ডি ফ্লাওয়ারও
ফ্লেমিং ভারতের কোচ হতে আগ্রহী?
পাশাপাশি কাশী বিশ্বনাথন এটাও জানিয়ে দিয়েছেন যে, তিনি মনে করেন, সিএসকে-এর দীর্ঘকালীন প্রধান কোচ, প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ভারতের পুরুষদের প্রধান কোচের পদের জন্য আবেদন করবেন না। ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদন করার শেষ তারিখ ২৭ মে। বিশ্বনাথনের দাবি, ‘আসলে আমি ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে অনেক ফোন পেয়েছি। জানতে চাওয়া হয়েছে, ফ্লেমিং ভারতীয় দলে কাজ করতে আগ্রহী কিনা! তাই আমি মজা করে ওকে জিজ্ঞেসও করেছিলাম, ও ভারতীয় দলের কোচের জন্য আবেদন করেছে কিনা? স্টিফেন শুধু হেসে বলেছে, তুমি কি আমাকে চাও? আমি জানি যে, এটি ওর কাপ অফ টি নয়। কারণ ও বছরে নয় থেকে ১০ মাস কোনও দলের কোচ হয়ে কাজ করতে পছন্দ করবে না। তবে এর বাইরে আমি ওর সঙ্গে আর কিছু আলোচনা করিনি।’