Bhuvneshwar Kumar Pens Emotional Farewell Note For SRH: আবেগে ভাসলেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পাবলিশ করেন, যেখানে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাঁর ১১ বছরের স্মৃতিকে তিনি তুলে ধরেছেন। এই ভিডিয়োর মাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদকে বিদায় জানিয়েছেন ভুবনেশ্বর কুমার। ফ্র্যাঞ্চাইজিতে কাটানো তাঁর স্মরণীয় কিছু মুহূর্ত তুলে ধরেছেন ভুবি। এভাবেই নিজের প্রাক্তন দলকে ধন্যবাদ জানিয়েছেন।
RCB - তে ফিরছেন ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমারকে আইপিএল ২০২৫ নিলামের দ্বিতীয় দিনে ক্যাপড বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই কারণ তাঁকে ১০.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে কিনে নেয়। তিনি RCB-এর হয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরে আসবেন, যে ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ২০০৯ এবং ২০১০ সালে খেলে ছিলেন।
আরও পড়ুন….. রাচিন রবীন্দ্রের পথে ওয়েস্ট ইন্ডিজের ৭ তরুণ ক্রিকেটার! CSK অ্যাকাডেমিতে করবেন বিশেষ অনুশীলন
আবেগপ্রবণ হয়ে পড়েন ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে নিজের সময় কাটানোর মুহূর্ত গুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। পোস্টটি শেয়ার করার সময় ভুবনেশ্বর কুমার লিখেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে অবিশ্বাস্য ১১ বছর পর, আমি এই দলকে বিদায় জানাচ্ছি। আমার অনেক অবিস্মরণীয় এবং স্মরণীয় স্মৃতি রয়েছে। একটি জিনিস আমি উপেক্ষা করতে পারি না তা হল ভক্তদের ভালবাসা যা আশ্চর্যজনক ভাবে পেয়েছি। আপনাদের সমর্থন সব সময় পেয়েছে। এই ভালোবাসা ও সমর্থন সবসময় আমার সঙ্গে থাকবে।’
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন….. IND W vs WI W: অবসর ভেঙে মাঠে ফিরছেন দিয়েন্দ্রা ডটিন, ভারত সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সানরাইজার্স হায়দরাবাদকে বিদায় জানিয়েছেন
২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তার IPL যাত্রা শুরু করেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু বর্তমানে বিলুপ্ত পুনে ওয়ারিয়র্সে যাওয়ার আগে তার প্রথম দুই মরশুমে খেলেননি। পুনে ওয়ারিয়র্সের সঙ্গে তিন মরশুম কাটানোর পর, ভুবনেশ্বর কুমার ২০১৪ সালে সানরাইজার্সে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেখানে তিনি এক দশকেরও বেশি সময় ধরে দলের প্রতিনিধিত্ব করেন এবং দলের শীর্ষস্থানীয় উইকেট শিকারি হয়ে ওঠেন। ভুবনেশ্বর কুমার আইপিএলে ১৭৬টি ম্যাচ খেলেছেন এবং ১৮১টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন….. কীভাবে প্রতিভা নষ্ট হয় তার কেস স্টাডি হওয়া উচিত পৃথ্বী শ, বলছেন তাঁর কোচ প্রবীণ আমরে
ভুবনেশ্বর কুমারের রেকর্ড
ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ার হয়ে তার শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ২১ জানুয়ারি ২০২২-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এছাড়াও ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ার হয়ে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২২ নভেম্বর ২০২২-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভুবনেশ্বর কুমার সর্বশেষ ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে ১২১টি ওডিআই ম্যাচে ১৪১টি উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার ২১ টেস্ট ম্যাচে ৬৩টি উইকেট এবং ৮৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৯০টি উইকেট শিকার করেছিলেন।