হোবার্ট হ্যারিকেনসের ওপেনার মিচেল ওয়েন বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে পরাজিত হল সিডনি থান্ডারের বোলিং আক্রমণ। বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫-এর ফাইনালে মিচেল ওয়েন একাই প্রতিপক্ষকে শেষ করে দিলেন। গড়লেন বড় নজির। বিগ ব্যাশ লিগের তৃতীয় দ্রুততম অর্ধশতক হাঁকালেন মিচেল ওয়েন।
সিডনি থান্ডারের বিরুদ্ধে ফাইনালে ১৮৩ রানের লক্ষ্য পেয়েছিল হোবার্ট হ্যারিকেনস। তবে এত বড় স্কোরকে একেবারে তুচ্ছ করে দিয়েছেন হোবার্ট হ্যারিকেনসের মিচেল ওয়েন। ব্যাট হাতে এক ধ্বংসযজ্ঞ চালালেন মিচেল ওয়েন। ওয়েন বিগ ব্যাশ লিগ (BBL) ইতিহাসের যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতক করেছেন। মাত্র ১৬ বলেই অর্থশতরান পূর্ণ করেন তিনি। ১৮৩ রানের লক্ষ্য থাকলেও ওয়েনের দুর্দান্ত ব্যাটিং একে সহজ কাজ বানিয়ে দিয়েছে।
আরও পড়ুন… প্রত্যাশিত ভাবেই ICC-র বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হলেন বুমরাহ, হারালেন রুটদের
বিগ ব্যাশের দ্রুততম অর্ধশতকের রেকর্ড এখনও পর্যন্ত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের দখলে রয়েছে। তিনি ২০১৬ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে মাত্র ১২ বলে ফিফটি করেছিলেন। দ্বিতীয় দ্রুততম অর্ধশতক করেন ড্যান ক্রিশ্চিয়ান। তিনিও স্ট্রাইকার্সের বিরুদ্ধে ১৫ বলে ফিফটি করেছিলেন। এটি BBL ফাইনালের দ্রুততম অর্ধশতক এবং হারিকেনস দলের হয়ে দ্রুততম অর্ধশতকও।
দেখুন মিচেল ওয়েনের ঝোড়ো ইনিংস-
আরও পড়ুন… ICC Women's U19 T20 WC 2025: সুপার সিক্সে কিউয়ি শিকার করে সেমিফাইনালে জায়গা পাকা করল ইংল্যান্ড
২০২০ সালে টম ব্যানটন ১৬ বলে ফিফটি করেছিলেন, তবে ওয়েনের রান বেশি হওয়ায় তিনি দ্রুততম ফিফটির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। হারিকেন্স দলীয় ১০০ রান মাত্র ৬ ওভারে পূরণ করেছিল। এবং এর সম্পূর্ণ কৃতিত্ব ওয়েনের বিধ্বংসী ব্যাটিংকে দেওয়া উচিত। থান্ডারের বোলারদের বিরুদ্ধে তিনি একেবারে ঝড় তুলেছিলেন। এমন মারকাটারি ব্যাটিং খুব কমই দেখা যায়। এক সময় ওয়েনের স্ট্রাইক রেট ৩০০ ছুঁইছুঁই করছিল। যেখানে থান্ডার বোলাররা একেবারেই অসহায় হয়ে পড়েছিলেন। ডেভিড ওয়ার্নার, থান্ডার অধিনায়ক, বিভিন্ন কৌশল অবলম্বন করলেও কিছুই ওয়েনের বিরুদ্ধে কাজে আসেনি।
BBL ইতিহাসের দ্রুততম অর্ধশতক:
ক্রিস গেইল ১২ বলে অ্যাডিলেড স্ট্রাইকার্স
ড্যান ক্রিশ্চিয়ান ১৫ বলে অ্যাডিলেড স্ট্রাইকার্স
মিচেল ওউন ১৬ বলে সিডনি থান্ডার
টম ব্যানটন ১৬ বলে সিডনি থান্ডার
বেন কাটিং ১৭ বলে মেলবোর্ন স্টার্স
ক্রিস গেইল ১২ বলে ফিফটি করে যুবরাজ সিংয়ের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছিলেন। ড্যান ক্রিশ্চিয়ান ১৫ বলে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক করেন। ১৬ বলে ফিফটি করা টম ব্যানটন চতুর্থ স্থানে এবং বেন কাটিং ২০১৯ সালে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে ১৭ বলে ফিফটি করে পঞ্চম স্থানে আছেন।
ম্যাচের ফল কী হয়েছে? ফাইনাল জিতল কারা?
বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫-এর ফাইনাল ম্যাচটি হোবার্ট হ্যারিকেনস সাত উইকেটে জিতে নেয়। টস জিতে প্রথমে সিডনি থান্ডারকে ব্যাট করতে পাঠায় হোবার্ট হ্যারিকেনস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সিডনি থান্ডার ১৮২/৭ রান তোলে। ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন ডেভিড ওয়ার্নার। জেসন সাংঘা ৪২ বলে ৬২ রানের ইনিস খেলেন। তবে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪.১ ওভারেই ফাইনাল ম্যাচ জিতে যায় হোবার্ট হ্যারিকেনস। তিন উইকেট হারিয়ে ১৮৫ তোলে হোবার্ট হ্যারিকেনস। ৪২ বলে ১০৮ রানের ইনিংস খেলেন হোবার্ট হ্যারিকেনসের ওপেনার মিচেল ওয়েন। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
ম্যাচের সেরা হওয়ার পরে কী বললেন মিচেল ওয়েন
ফাইনাল জিতিয়ে হোবার্ট হ্যারিকেনসের ওপেনার মিচেল ওয়েন বলেন, ‘এটি একটি অসাধারণ অনুভূতি, সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। ভক্তদের প্রতি দারুণ কৃতজ্ঞ, তোমরা সকলেই অসাধারণ ছিলে। এত জোরে চিৎকার করেছ—তোমাদের ধন্যবাদ! মনে হচ্ছে যেন অনেক দিন আগের কথা। পুরো টুর্নামেন্ট জুড়ে আমি কেবল উপভোগ করার চেষ্টা করেছি, ভাগ্য ভালো যে আজও সেটা কাজে লেগেছে।’