Sri Lanka U19 vs India U19: ১০ দিন আগে, ১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশী আইপিএল ২০২৫ মেগা নিলামে কোটিপতি হয়ে সকলকে অবাক করে দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে বৈভব তার ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়েছেন। শারজার মাটিতে বৈভবের সামনে বোলারদের অসহায় দেখাচ্ছিল। গত ম্যাচে UAE-কে উড়িয়ে দিয়ে এখন সেমিফাইনালে নিজের ব্যাটিং দিয়ে শ্রীলঙ্কা দলকে উড়িয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা
গ্রুপ-২ এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা দল। দলটি ভারতের মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচে শ্রীলঙ্কা দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ১০ রানের মধ্যে দলের দুই ব্যাটসম্যানকে হারায়। মিডল অর্ডারে, শরুজান শানমুগানাথন (৪২) এবং লাকউইন আবেসিংঘে (৬৯) দায়িত্ব নেন এবং দলের স্কোর ১৭৩ এ নিয়ে যেতে মূল্যবান ভূমিকা পালন করেন।
আরও পড়ুন… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের
বৈভবের টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি
১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে টুর্নামেন্টের শুরুতে ফ্লপ দেখাচ্ছিল। কিন্তু শেষ ম্যাচে তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করেন এবং অপরাজিত ৭৬ রান করে দলকে সেমিফাইনালে নিয়ে যান। এখন শ্রীলঙ্কার বিরুদ্ধেও ব্যাট হাতে আলোড়ন সৃষ্টি করেছেন বৈভব। এই খেলোয়াড় মাত্র ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন, যেখানে সূর্যবংশী ৫৪ রান করেন ৫টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে। অন্যদিকে, তিনি মাহাত্রের কাছ থেকে সমর্থন পেয়েছেন যিনি ৩৪ রানের ইনিংস খেলেছিলেন।
দেখুন সেই ওভারের ভিডিয়ো-
আরও পড়ুন… এক ক্যালেন্ডার বছরে ৫০ উইকেট! কপিল দেব, জাহির খানের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ
দ্বিতীয় ওভরে ৩১ রানের ইনিংস খেলেন বৈভব-
প্রথম ওভারে ভারত ১৪ রান করে। এর পরে দ্বিতীয় ওভারে ব্যাট হাতে রানের ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। এই ওভারটি করতে আসেন শ্রীলঙ্কার দুলনিথ সিগেরা। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বোলারকে স্বাগত জানান বৈভব। এরপরে বলেও ছক্কা মারেন তিনি। ওভারের তৃতীয় বলে চার মারেন বৈভব। ওভারের চতুর্থ বলটি ওয়াইড সহ চার হয়। ফলে বোলারকে ফের চতুর্থ বলটি করতে হয়, সেই সময়ে রান নিতে পারেননি বৈভব। এরপরে ওভারের পঞ্চম বলে চর ও ছয় নম্বর বলে একটি ছক্কা হাঁকান বৈভব। ফলে এই ওভারে মোট ৩১ নেন বৈভব সূর্যবংশী। এই সময়ে সাত বলে ২৩ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: পয়সার জন্য বাবাকে কাঁদতে দেখেছি- জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনালেন নীতীশ রেড্ডি
ফাইনালে উঠেছে ভারত
শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ফাইনাল ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। অন্যদিকে বাংলাদেশের সামনে বিপাকে পড়েছে পাকিস্তান দল। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে শক্তিশালী প্রবেশ করেছে বাংলাদেশ দল। ৮ ডিসেম্বর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।