আইপিএল ২০২৫ শুরুর আগেই জ্বলে উঠছেন একাধিক ব্যাটার। একদিন আগেই ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান করে নজরে এসেছিলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। এবার প্রস্তুতি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের এক তারকা ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করলেন। মাত্র ৩৭ বলে ১০০ রান করলেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএল ২০২৫-এর প্রস্তুতি ম্যাচে মাত্র ৩৭ বলে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই ম্যাচটি বিশাখাপত্তনমের এসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এটি দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের অংশ হিসেবে ছিল।
দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে আইপিএল ২০২৫ নিলামের আগে দল থেকে ছেড়ে দিয়েছিল। তবে, নিলামে ‘রাইট টু ম্যাচ’ (RTM) কার্ড ব্যবহার করে ৯ কোটি টাকায় তাঁকে আবার দলে ফিরিয়ে আনে দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি। তবে তারা যে ভুল কাজ করেননি সেটি এদিন বুঝিয়ে দিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
আরও পড়ুন … বক্সিংকে Los Angeles 2028 অলিম্পিক গেমসের ক্রীড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে
৯টা চার ও ১০টা ছক্কা, ৩৯ বলে অপরাজিত ১১০ রান করলেন
এ দিন দিল্লি ক্যাপিটালস তাদের দ্বিতীয় ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেল ছিল, যা নতুন মরশুমের প্রস্তুতির অংশ ছিল। তারা আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচ ২৪ মার্চ বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। তার আগে নিজেদের অনুশীলন ম্যাচেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৯টা চার ও ১০টা ছক্কা মেরে মাত্র ৩৯ বলে অপরাজিত ১১০ রান করেছিলেন।
দেখুন সেই ইনিংসের ভিডিয়ো-
আরও পড়ুন … প্রথম দল হিসেবে ২০২৬-র বিশ্বকাপে এশিয়ার টিম! সেই দেশের ফুটবলাররা খেলেছেন কলকাতায়
আইপিএল ২০২৫-এর আগে দুর্দান্ত ফর্মে ফ্রেজার-ম্যাকগার্ক
প্রস্তুতি ম্যাচে এই অসাধারণ ইনিংসটি জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জন্য একদম সঠিক সময়ে এসেছে। সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তবে এই ঝোড়ো সেঞ্চুরি তার আত্মবিশ্বাস বাড়াবে, যা দিল্লি ক্যাপিটালসের জন্যও বড় সুবিধা বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন … IPL 2025 শুরুর আগেই হঠাৎ NCA-তে বুমরাহ! কেন সঞ্জুকেও যেতে হবে? সামনে এল আসল কারণ
আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক
আইপিএল ২০২৪ ছিল জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের প্রথম মরশুম, যেখানে তিনি দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হন। ৯টি ম্যাচে তিনি ৩৩০ রান করেন, ৩৬.৬৬ গড় এবং ২৩৪.০৪ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন। পুরো টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ছিল দ্বিতীয় সর্বোচ্চ এবং শীর্ষক্রমে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
এই মরশুমেও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বিশাখাপত্তনম ও দিল্লির ব্যাটিং সহায়ক পিচগুলোতে খেলবেন, যেখানে ছোট বাউন্ডারি ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর তিনি এই পরিস্থিতির পুরোপুরি ফায়দা তুলেছিলেন এবং আইপিএল ২০২৫-এও সেটাই করার লক্ষ্য থাকছে তার। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি ব্যাটিং অর্ডারের ওপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।