স্যান্ডপেপার কেলেঙ্কারি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এমন এক দাগ যা কখনও মুছে যাবে না। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট এই কেলেঙ্কারির শিকার হয়েছিলেন। অস্ট্রেলিয়ার সেই পুরনো ক্ষত এবার আঁচড়ে দিলেন এক ভারতীয় ভক্ত। অ্যাডিলেড ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট খেলার সময় এক ভক্ত প্রকাশ্যে স্যান্ডপেপার দেখিয়েছিলেন।
এর পরেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ভারতীয় ভক্তকে এমনটি করতে দেখায় চটে যান অস্ট্রেলিয়ান দর্শকরা। নিরাপত্তা আধিকারিকরা সঙ্গে সঙ্গে ভারতীয় ভক্তকে স্টেডিয়াম থেকে বের করে দেন। এই ঘটনার ভিডিয়োটি ম্যাচ শেষ হয়ে যাওয়ার কয়েক দিন পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন… SMAT 2024: কোয়ার্টারে ফাইনালে বাংলা ও উত্তর প্রদেশ, দেখে নিন কোন দল কাদের বিরুদ্ধে খেলতে নামবে
‘ভারতীয় সমর্থকদের কাছ থেকে কোনও হুমকি ছিল না’
ভিডিয়োতে দেখা যায় ভারতীয় ভক্তের হাতে হলুদ স্যান্ডপেপার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান দর্শকদের চিৎকার করতে দেখা যায়। কয়েকজন দর্শক ভারতীয় ভক্তকে বের করে দেওয়ার ইঙ্গিত দেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন নেটিজেন ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘কেবল অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের স্টেডিয়ামে স্যান্ডপেপার আনার অনুমতি দেওয়া হয়েছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমাদের ভারতীয় ভক্তরা সবার থেকে আলাদা। তার নিজস্ব স্বতন্ত্র স্টাইল আছে।’ আরেকজন বলেছেন, ‘ফ্যানটিকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া উচিত হয়নি, তার থেকে তো কোনও বিপদ ছিল না। এটা আমাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক অন্ধকার অধ্যায়ের কথা মনে করিয়ে দিল।’
আরও পড়ুন… ১৩ বছরের বাচ্চা কি এমন ছক্কা মারতে পারে? বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে পাক প্রাক্তনীর প্রশ্ন
স্যান্ডপেপার কেলেঙ্কারি কি?
২৪ মার্চ ২০১৮-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ান খেলোয়াড় ব্যানক্রফটকে বলের উপর স্যান্ডপেপার ঘষতে দেখা গিয়েছিল। ম্যাচের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন তিনি। সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাঠে করা এমন ঘটনা ক্যামেরার সামনে ধরা পড়ে, এরপর অস্ট্রেলিয়া বিশ্বব্যাপী সমালোচিত হয়। সাংবাদিক সম্মেলনে স্মিথ এবং ওয়ার্নার তাদের ভুল স্বীকার করেন এবং কেলেঙ্কারিতে জড়িত তিন খেলোয়াড়কেই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়। অস্ট্রেলিয়া স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছিল।
বর্ডার-গাভাসকর ট্রফির কী অবস্থা-
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১-এ সমতায় রয়েছে। ভারত পার্থে ২৯৫ রানে জিতেছিল এবং অ্যাডিলেডে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। শনিবার (১৪ ডিসেম্বর) থেকে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে শুরু হবে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট।