আইপিএল ২০২৪ ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ট্র্যাভিস হেডদের লজ্জাজনক পরাজয়ের পরে সানরাইজার্স হায়দরাবাদের দলের মালিক কাব্য মারান কাঁদতে থাকেন। তাঁর দু'চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। দলের এমন অবস্থা দেখে নিজের কান্না থামাতেই পারছিলেন না কাব্য। চোখে জল নিয়েই হাততালি দিয়ে একদিকে কলকাতা নাইট রাইডার্সকে যেমন তিনি অভিবাদন জানান, তেমনই নিজের দলের প্লেয়ারদের লড়াইকেও কুর্নিশ জানান কাব্য। তাঁর এই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। যেখানে কাব্য মারানকে পিছন ফিরে চোখের জল মুছতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই কাব্য মারানের আবার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… অরেঞ্জ ক্যাপ দিয়ে আইপিএল ট্রফি জেতা যায় না- ফের RCB ও বিরাট কোহলিকে খোঁচা দিলেন অম্বাতি রায়ডু!
ভাইরাল হচ্ছে কাব্য মারানের ভিডিয়ো-
আইপিএল ২০২৪ ফাইনালে হেরে কাব্য মারানের কান্নার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে এবার সানরাইজার্স হায়দরাবাদের সাজঘরে কাব্য মারানের একটি ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে। ফাইনাল ম্যাচে হারের পরে দলের ড্রেসিংরুমে পৌঁছে যান কাব্য মারান। আসলে এই পরাজয়ের পর খেলোয়াড়দের উৎসাহ দিতেই সাজঘরে এসেছিলেন কাব্য মারান। এর আগে SRH কোচ ড্যানিয়েল ভেত্তোরি এবং অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গেও কথা বলেছেন তিনি। এর ভিডিয়ো X হ্যান্ডেলে SRH-এর তরফ থেকে পোস্ট করা হয়েছিল। যদিও এই ভিডিয়োতে কাব্য মারানকেও দুঃখিত দেখাচ্ছিল, তবুও তিনি খেলোয়াড়দের উৎসাহিত করা থেকে পিছপা হননি।
আরও পড়ুন… গিল নয়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য এগিয়ে শ্রেয়স- KKR ক্যাপ্টেনকে নিয়ে প্রাক্তনীর ভবিষ্যদ্বাণী
আপনারা আমাদের গর্বিত করেছেন-
ডাগআউটে কিছুক্ষণ প্যাট কামিন্স এবং ড্যানিয়েল ভেত্তোরির সঙ্গে কথা বলার পর, কাব্য মারান ড্রেসিংরুমে পৌঁছান। এখানে আব্দুল সামাদকে সামনে দেখা যাচ্ছিল। এবং তিনি তাঁর সঙ্গে কিছু কথা বলেন। এছাড়াও ভুবনেশ্বর কুমার, ট্র্যাভিস হেড সহ অন্যান্য খেলোয়াড়দেরও সেখানে দেখা যাচ্ছিল। সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে কাব্য মারান বলেন, ‘আপনারা সবাই আমাদের গর্বিত করেছেন। আমি শুধু আপনাদের বলতে এসেছি যে এই মরশুমে টি-টোয়েন্টি খেলার পদ্ধতিটি আপনারা নতুন করে সংজ্ঞায়িত করেছেন।’
আরও পড়ুন… IPL 2024: মাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কী চাও… ছেলের কাছে কী আবদার করেছিলেন গুরবাজের অসুস্থ মা
কাব্য মারান খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, ‘এই মরশুমে আপনারা সকলে যেভাবে খেলেছেন, আজ সবাই আমাদের কথা বলছেন। আজকেই খারাপ দিন ছিল। কিন্তু তোমরা খুব ভালো খেলেছ। ব্যাটিং হোক বা বোলিং, তোমার পারফরম্যান্স ভালো করেছিলে।’ সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান বলেন, ‘গত মরশুমে আমরা পয়েন্ট টেবিলের তলানিতে ছিলাম। তা সত্ত্বেও এ বছর প্রচুর সংখ্যক ভক্ত মাঠে আসেন। তাঁরা এখানে এসেছেন শুধুমাত্র আপনাদের সম্ভাবনা দেখতে।’ কাব্য মারান বলেন, যদিও কেকেআর শিরোপা জিতেছে, তারাও নিশ্চয়ই আমাদের খেলার কথা বলছে।