ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভারতের ক্রিকেট ভক্তেরা দারুণভাবে উপভোগ করেছেন। এটা যেন তাদের কাছে পয়সা উসুল ম্যাচ প্রমাণিত হয়েছে। গভীর রাতে চার-ছক্কার শব্দে যেন ভারতের ক্রিকেট ভক্তদের ঘুম ভেঙে যায়। এদিনের উত্তেজনাপূর্ণ ম্যাচের দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এনরিখ ক্লাসেনের সঙ্গে বরুণ চক্রবর্তীর একটি লড়াই দেখা যায়। তবে এ লড়াই হাতাহাতি বা মুখোমুখি নয়, এটি হল সব ধার শোধ করার লড়াই। এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই বরুণ চক্রবর্তীর বলে ছক্কার হ্যাটট্রিক করেন এনরিখ ক্লাসেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বরুণ চক্রবর্তীর জালে ফাঁসেন এনরিখ ক্লাসেন-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা গিয়েছিল বরুণ চক্রবর্তীর চমকপ্রদ স্পিন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের নতজানু হতে বাধ্য করেন তিনি। টিম ইন্ডিয়া ম্যাচ জিততে না পারলেও বরুণ চক্রবর্তী বেশ সাধুবাদ পান। বরুণ চক্রবর্তী যে পাঁচজন ব্যাটসম্যানের উইকেট নিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন এনরিখ ক্লাসেন। মাত্র ২ রানে বরুণ চক্রবর্তীর বলে আউট হন ক্লাসেন।
তৃতীয় ম্যাচে প্রতিশোধ নিলেন ক্লাসেন
তৃতীয় ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বরুণ চক্রবর্তীর স্কোর সমান করেন ক্লাসেন। তিনি ক্ষুধার্ত সিংহের মতো বরুণ চক্রবর্তীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিন বলে পরপর ওভার বাউন্ডারি হাঁকিয়ে ছক্কার হ্যাটট্রিক করেন তিনি। চতুর্থ বলে অবশ্য বরুণ চক্রবর্তী আবার এনরিখ ক্লাসেনকে পরাজিত করেন। কিন্তু ভাগ্য ক্লাসেনের সহায় ছিল এবং বলটি সূর্যের হাত থেকে পড়ে যায়। পরের বলেই ক্লাসেন একটি চার মারেন এবং শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন। বরুণ চক্রবর্তীর এই ওভারে ক্লাসেন ২৩ রান নেন। সেই ওভারের ভিডিয়ো এখন ভাইরাল হচ্ছে।
ম্যাচে টিম ইন্ডিয়ার দাপট
তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথম থেকেই ভারতের দাপট দেখা যাচ্ছিল। টিম ইন্ডিয়ার তরুণ খেলোয়াড়রা নির্ভয়ে ব্যাটিং দেখিয়েছেন। তিলক বর্মা ৫৬ বলে দ্রুত ১০৭ রান করেন। একই সময়ে, অভিষেকও ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করার সময় ৫০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের ভিত্তিতে টিম ইন্ডিয়া স্বাগতিকদের সামনে ২২০ রানের লক্ষ্য স্থির করে। জবাবে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং ভঙ্গুর দেখায় এবং ভারত এদিনের ম্যাচটি ১১ রানে জিতে যায়। এর ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সূর্যের টিম ইন্ডিয়া।