অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেড অনেক গুরুত্বপূর্ণ ম্যাচেই টিম ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল, হেডের সেঞ্চুরি টিম ইন্ডিয়ার কাছ থেকে দুটি আইসিসি ট্রফি ছিনিয়ে নিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে, হেড আবারও টিম ইন্ডিয়ার বোলারদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছিলেন এবং নিজের শতরান পূর্ণ করেছিলেন।
অ্যাডিলেড টেস্টে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি। দিন-রাত্রির টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছেন ট্র্যাভিস হেড। তিনি যখন তার সেঞ্চুরি পূর্ণ করেন, তার স্বাভাবিক স্টাইলে সেলিব্রেশন করেন। এরপরে তিনি একটি ‘বেবি সেলিব্রেশন’ করেন, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। যেখানে হেড তার ব্যাটটিকে একটি শিশুর মতো ব্যবহার করে সেটিকে দোলাতে থাকে। আসলে এদিন মাঠে তাঁর এক মাস বয়সি ছেলে হ্যারিসন এসেছিলেন। মাঠে হেডের স্ত্রী ও তাঁর সন্তান উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্য করে ট্র্যাভিস হেড এমন সেলিব্রেশন করেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ও কিছু বুঝতেই পারছে না- চোখে চোখ রেখে অস্ট্রেলিয়ানদের স্লেজিং করছেন কোহলি
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের ভিত্তিতে ১৫৭ রানের লিড নিয়েছিল। এই সময়ে ট্র্যাভিস হেড ১৪১ বলে ১৪০ রান করেন, যার মধ্যে ১৭টি চার ও চারটি ছক্কা ছিল। হেড তার সেঞ্চুরি পূর্ণ করার পরে হেলমেট খুলে ব্যাটে ঝুলানোর আগে একটি ‘বেবি সেলিব্রেশন’ করেন।
দেখুন সেই সেলিব্রেশনের ভিডিয়ো-
৪ নভেম্বর, ২০২৪-এ, ট্র্যাভিস হেড দ্বিতীয়বারের মতো বাবা হয়েছিল। হেড তার ছেলের নাম রেখেছেন হ্যারিসন জর্জ হেড। হেড তার ছেলের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। হেড ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ফর্মে ফিরেছেন মার্নাস ল্যাবুশান এবং ৬৪ রানের ইনিংস করেন।
আরও পড়ুন… Australian Open 2025-এ সরাসরি এন্ট্রি পেলেন সুমিত নাগাল
কী বললেন ট্র্যাভিস হেডের স্ত্রী?
শতরানের পরে ট্র্যাভিস হেডের স্ত্রী এই সেলিব্রশন নিয়ে কথা বলেছেন। জেসিকা ডেভিস জানিয়েছেন তাদের সন্তান হ্যারিসন জর্জ হেড প্রথমবার তাঁর বাবার খেলা মাঠে এসে দেখতে এসেছে, আর প্রথম ম্যাচেই তাঁর বাবা শতরান করলেন এই বিষয়টা বেশ দারুণ। ট্র্যাভিস হেডের স্ত্রী বলেন, ‘অ্যাডিলেডে শতরান দারুণ বিষয়। এটা তো ওর হোম গ্রাউন্ড। হেডের এই শতরানটা বিশেষ কারণ এটা হ্যারিসনের মাঠে এসে প্রথম ম্যাচ।’
দেখুন কী বললেন ট্র্যাভিস হেডের স্ত্রী?
আরও পড়ুন… BGT 2024-25: আমার দেখা এটা সেরা রিভিউ: অশ্বিনের আউট নিয়ে মাইকেল ভনের ঠাট্টা
চাপে রয়েছে টিম ইন্ডিয়া-
প্রথম ইনিংসের ভিত্তিতে ১৫৭ রানে পিছিয়ে রয়েচে টিম ইন্ডিয়া। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে খুব তাড়াতাড়ি উইকেট হারিয়েছে ভারত। কেএল রাহুল সাত রান করে ও যশস্বী ২৪ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন। ৪২ রানেই দুই উইকেট হারিয়েছে ভারত। এখন দেখার ম্যাচ কোন দিকে গড়ায়।