Blood All Over in Peach, Bowler barely alive: অনেক সময় ক্রিকেট মাঠে এমন ঘটনা ঘটে যা হার্টবিট বাড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজকে কে এখনও ভুলতে পারেনি ক্রিকেট বিশ্ব? ক্রিকেট মাঠেই মারা গিয়েছিলেন তিনি। ২০১৪ সালে, ব্যাটিং করার সময় বাউন্সারের আঘাতে তিনি মারা যান। এরপর থেকে ক্রিকেট মাঠে কোনও খেলোয়াড় গুরুতর আহত হলেই মানুষ তাঁকে মনে রাখে। এবার আমেরিকায় ঘটে যাওয়া একটি ঘটনা সকলকে অবাক করে দিয়েছে।
আরও পড়ুন… ইশান কিষানের কেরিয়ার কি শেষ? কীভাবে ফের দলে ফিরতে পারেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার
বোলারের মাথায় চোট
বুধবার উত্তর ক্যারোলিনার মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ চলাকালীন সিয়াটল অর্কাসের বিরুদ্ধে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের ম্যাচ চলাকালীন আউটফিল্ডার কারমি লে রক্স মাথায় গুরুতর আঘাত পান। সেই সময়ে মাঠেই রক্তাক্ত হয়ে যান এই বোলার। অল্পের জন্য তিনি প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে। এই সময়ে অর্কাস ব্যাটসম্যান রায়ান রিকেল্টনকে বল করেন লে রক্স। রায়ান রিকেল্টন বলটি সোজা মারেন এবং সেই বলটি সোজা গিয়ে লাগে কারমি লে রক্সের মাথায়।
আরও পড়ুন… হার্দিক নয় সূর্যকে বিশ্বাস করি, প্লেয়ারদের কথাতেই তাহলে ক্যাপ্টেন হলেন SKY! রিপোর্ট
কারমি লে রক্সের মাথা থেকে রক্ত বের হতে থাকে-
কারমি লে রক্স অফ-স্টাম্পের ঠিক বাইরে একটি ফুল টস বল করেন এবং রিকেল্টন এটিকে সামনে জোরে আঘাত করেন। কারমি লে রক্স কিছু বুঝে ওঠার আগেই বল তার মাথায় লাগে। তার প্রতিক্রিয়া করার সময় ছিল না এবং তার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। মাঠে উপস্থিত আম্পায়ার তৎক্ষণাৎ মেডিকেল টিমকে ডাকেন। এর পর লে রক্সকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তার জায়গায় কোরি অ্যান্ডারসন ওভারটি সম্পন্ন করেন।
আরও পড়ুন… Harshit Rana: বাবাকে কোলে তুলে নিলেন! ভারতীয় দলে সুযোগ পেতেই KKR তারকার বিশেষ সেলিব্রেশন
সান ফ্রান্সিসকো ইউনিকর্ন জিতেছে
এই ঘটনা সম্পর্কে ফ্র্যাঞ্চাইজি তাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। ম্যাচে মাত্র ১.৪ ওভার বল করতে পেরেছিলেন কারমি লে রক্স। এ সময় তিনি দিয়েছেন ১১ রান। একটি উইকেটও পাননি তিনি। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ম্যাচটি ২৩ রানে জিতে যায়। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ২০ ওভারে সাত উইকেটে ১৬৫ রান করে। জবাবে সিয়াটল অর্কাস দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান করতে পারে।