অস্ট্রেলিয়াতে নাকি মৃতপ্রায় ক্রিকেট! বিশ্বাস না হলেও এটাই নাকি সত্যি। বর্তমানে একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কেউই প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেডকে চেনেই না। আরও বড় ঘটনা হল, এই ভিডিয়োটি অস্ট্রেলিয়ার। অর্থাৎ অজি ভূমি থেকে যেন হারাতে বসেছে ক্রিকেট। এই ভিডিয়ো সামনে আসতেই সকলে অবাক হয়ে যান! উঠছে অনেক প্রশ্ন।
শুধু ভারতেই নয়, ২০০ বছরের ইতিহাসের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়াতেও ক্রিকেট অন্যতম প্রিয় একটি খেলা। অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দল, 'ক্যাঙ্গারু' নামে পরিচিত, একাধিক আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের কৃতিত্ব পেয়েছে তারা। তবে বর্তমানে অস্ট্রেলিয়াতেই যেন ক্রিকেট ইতিহাস হতে চলেছে। আসলে সেই দেশের মানুষ নাকি ক্রিকেটকে ভুলতে বসেছে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে একটি ভক্স-পপ ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কেউই তাদের দেশের অধিনায়ক প্যাট কামিন্স ও দুরন্ত ব্যাটার ট্র্যাভিস হেডকে চেনেন না। এই ভিডিয়োটি বর্তমানে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়ানরাই নাকি প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেডকে চিনতে পারছেন না।
আরও পড়ুন… ভিডিয়ো: এত বড় ছক্কা! The Hundred-এ ১১৩ মিটার লম্বা ছয় মেরে সকলকে অবাক করে দিলেন নিকোলাস পুরান
ভাইরাল ভিডিয়োটি একটি ভক্স পপ পরিচালনা করার সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে ওপেন হয়। তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি কি প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেডের কথা শুনেছেন?’ তিনি যান এবং তারকা ক্রিকেটারদের সম্পর্কে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেন, তবে তারা উত্তর দিতে ব্যর্থ হন। ভিডিয়োর শেষের দিকে, একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বলেছেন যে তিনি প্যাট কামিন্স নয়, বিরাট কোহলির কথা শুনেছেন।
ভিডিয়োটি শেয়ার করা হল দেখে নিন-
১০ অগস্ট শেয়ার করা হয়েছে এই ভাইরাল ভিডিয়োটি। এই ভিডিয়োটি ৪,৮০,০০০ -এরও বেশি ভিউ অর্জন করেছে কারণ অনেক ক্রিকেট উৎসাহী মন্তব্য বিভাগে নিজেদের মত জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ক্রিকেট পছন্দ করা হয়।’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কেউ ভারতের বাইরে ক্রিকেট নিয়ে চিন্তা করে না।’
‘ক্রিকেট শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে প্রিয়। আমরা এমন একটি খেলা খেলতে ভালোবাসি যা ১০টি দেশ খুব কমই খেলে। হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে তাগিদ দেওয়ার পর এখন আমরা আরও ১০টি দেশ যোগ করতে পেরেছি। যাতে আমরা একটি বিশ্বকাপ আয়োজন করতে পারি এবং নিজেদের যাচাই করতে পারি। ক্রিকেট শুধুমাত্র একটি মধ্য মানের খেলা।’
প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অন্যতম প্রধান খেলোয়াড়। তিনি টেস্ট এবং ওডিআই উভয় ম্যাচেই অধিনায়কত্ব করেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদেরও অধিনায়ক। ২০১৮-১৯ সালের সেরা পারফরম্যান্সকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটার হওয়ার জন্য কামিন্সকে অ্যালান বর্ডার পদক দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং ২০১৯ সালে ICC পুরুষদের টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্যও মনোনীত হয়েছিল।
অন্যদিকে ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যেটি ২০২৩ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল জিতেছিল এবং সেই দুটি ফাইনালেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। এই ভিডিয়ো দেখে অনেকেই বলেন, ‘অস্ট্রেলিয়ায় ক্রিকেট মারা যাচ্ছে।’ তাদের মধ্যে বেশির ভাগ মানুষ বলেছেন এর জন্য দায়ী আইসিসি।