শুভব্রত মুখার্জি:- পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের সাদা বলের ফর্ম্যাটে অর্থাৎ ওডিআই এবং টি-২০'তে অধিনায়ক হিসেবে দায়িত্ব এই মুহূর্তে সামলাচ্ছেন বাবর আজম। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল ও বাবর আজম খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের পারফরম্যান্স এক্কেবারেই ভালো নয়। এমন অবস্থায় এক অদ্ভুত অবস্থার শিকার হলেন অধিনায়ক বাবর আজম। তিনি পাকিস্তান দলের অনুশীলন শিবিরে ছিলেন। সেখানেই হঠাৎ করেই ঘটে প্যান্ট বিভ্রাট!
আরও পড়ুন…. আই লিগকে ঢেলে সাজাতে AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট দেখে নেওয়া হবে সিদ্ধান্ত
নিজের প্যান্টটি হারিয়ে ফেলেন বাবর আজম। ফলে সমস্যায় পড়তে হয় তাঁকে। নিজের লজ্জা নিবারণ করতে তখন উপায় না পেয়ে বাধ্য হয়েই নিজেকে সাদা রঙের একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে ফেলেন পাক অধিনায়ক।সেই ছবি ক্যামেরা বন্দি হয়েছে। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। বাবর নিজের শর্টস প্যান্ট পরে অনুশীলন করছিলেন। নিজের ফুল প্যান্টটি তিনি ছেড়ে এসে অনুশীলন করছিলেন।
আরও পড়ুন…. আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সেরা বললেন কেন উইলিয়ামসন?
অনুশীলনের পরে প্রার্থনার সময় হয়ে যায়।তখন সমস্ত ক্রিকেটাররা প্রার্থনা করতে যাচ্ছিলেন। এই সময়ে মহা ফাঁপড়ে পড়েন বাবর। নিজের প্যান্টটি তিনি কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারছিলেন না। আর অন্যদিকে প্রার্থনারও সময় হয়ে গিয়েছিল। সমস্ত সতীর্থ সেখানে চলেও গিয়েছিলেন। ফলে নিজের লজ্জা কোনও রকমে একটি সাদা তোয়ালেতে নিবারণ করেই তিনি যোগ দেন সতীর্থদের সঙ্গে।
আরও পড়ুন…. Duleep Trophy: এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কোনও বার্তা দিতেই কি এমন আক্রমনাত্মক শ্রেয়স আইয়ার
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে বাবরকে দেখা গিয়েছে শেষ পর্যন্ত সাদা তোয়ালেতে নিজেকে মুড়ে সতীর্থদের সঙ্গে নিয়মমাফিক প্রার্থনাতে যোগ দিতে। মাঠে বেশ কিছু দর্শক উপস্থিত ছিলেন। তারা বিষয়টিকে হাল্কা চালেই নেন। বাবর যখন তাঁর কোমরে তোয়ালে জড়িয়ে দৌড়াচ্ছেন প্রার্থনাতে যোগ দিতে তখন তারা হাততালি দিয়ে তাঁকে উৎসাহিতও করেন।
বাবর প্রার্থনা শেষ করার পরেও তাঁকে হাততালি দিয়ে অভিবাদন জানায় উপস্থিত দর্শকরা। উল্লেখ্য সম্প্রতি একটি রিভিউ মিটিংয়ে কোচেদের নিয়ে বসেছিল পিসিবি। ওই মিটিংয়ে অধিনায়ক বাবর আজমকে সময় দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছেন কোচ গ্যারি কার্স্টেন।