MS Dhoni's stumping: ৪৩ বছর বয়সেও উইকেটের পিছনে দাঁড়িয়ে আগুন ঝরাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার চেন্নাই-এর এমএ চিদাম্বরম স্টেডিয়াম আবারও উইকেটরক্ষক ধোনির ম্যাজিক দেখল। তবে শুধু চিদাম্বরম স্টেডিয়াম কেন, গোটা ক্রিকেট বিশ্ব মাহির ম্যাজিক দেখল। এ দিন ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে ফের প্রমাণ হল কেন উইকেটের পিছনে এখনও সেরা মহেন্দ্র সিং ধোনি।
এই সময়ে দারুণ আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন ফিল সল্ট। মাত্র ১৫ বলে পাঁচটি চার ও একটি ছক্কা মেরে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৩২ রান করেছিলেন তিনি। এই সময়ে নূর আহমেদের বলে উইকেটের কাছে এসে দাঁড়ান মাহি। এরপর ওভারের শেষ বলে যা হল সেটা সকলকে অবাক করে দিল।
নূর আহমেদের ওভারের শেষ বলটা একটু এগিয়ে গিয়ে খেলতে যান ফিল সল্ট। তবে বলটি মিস করার পরেই সেটি চলে যায় ধোনির হাতে। সেই সময়ে মাহি বিদ্যুতের গতিতে স্টাম্প করে দেন। তবে সেই সময়ে অনেকেই মনে করেছিলেন যে এটি হয়তো স্টাম্প নয়। তবে এই আবেদনটা করেছিলেন ধোনি। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তরা চাপে পড়ে যায়। চেন্নাই সুপার কিংসের ভক্তেরা আনন্দ করতে থাকেন। আসলে ধোনির আবেদনে সকলের ভরসা ছিল।
আরও পড়ুন … এটা সকলে জানেন কিন্তু কেউ বলেন না: ধোনির জনপ্রিয়তাই CSK-কে শেষ করবে! কেন এমন বললেন রায়ডু?
এই সময়ে যখন মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের দিকে হাত দেখান তখন সকলেই বুঝে যান যে এটি আউট হতে পারে। ভাবনা সত্যি হতে দেরি হয়নি। তৃতীয় আম্পায়ার দেখলেন অল্পের জন্য স্টাম্প আউট হয়েছেন ফিল সল্ট। এই সময়ে তৃতীয় আম্পায়ার আউট দিতে দেরি করেননি। এই আউট দেখে ভক্তেরা বলতে থাকেন, ‘সিংহ বুড়ো হলেও শিকার করতে ভোলেন না।’
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জয় শাহ! ১১ ধাপ এগিয়ে গেলেন ICC-র প্রধান
এই সময়ে ধারাভাষ্যে থাকা প্রত্যেকেই অবাক হয়ে যান। সকলেই ধোনির প্রশংসা করতে থাকেন। ৪৩ বছর বয়সেও ধোনির এই গতি দেখে সিধুও নিজেকে ধরে রাখতে পারেননি। মাহির প্রশংসা করতে থাকেন তিনি। অনেকেই বলতে থাকেন DRS-কে ধোনির রিভিউ সিস্টেম করে দিলেই ভালো হয়।
আরও পড়ুন … IPL 2025: দিনে ২-৩ ঘণ্টা রেঞ্জ হিটিং অনুশীলন করি… সামনে এল আশুতোষের কেরিয়ারে ধাওয়ান-ধোনির ভূমিকা
চেন্নাই সুপার কিংসকে প্রথম সাফল্য এনে দেন মাহি। এর ফলে ৫ ওভারে ৪৫ রানে প্রথম উইতকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সল্টকে সাজঘরে ফিরিয়ে চেন্নাই সুপার কিংসকে ম্যাচে ফেরান মহেন্দ্র সিং ধোনি। এরপরে আট নম্বর ওভারে পাডিক্কালকে আউট করেন অশ্বিন। দারুণ ক্যাচ ধরেন রুতুরাজ। এর ফলে একটু চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।