ভারতীয় ক্রিকেটারদের প্রাথমিক দল এবং সহায়ক কর্মীরা শনিবার ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে একত্রিত হয়েছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইগামী ফ্লাইট ধরার জন্য তাদের এক সঙ্গে দেখা গিয়েছিল। ভারতীয় দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
বিমান বন্দরে একে একে এলেন রোহিত-বিরাট
দুবাইয়ের বিমান ধরার আগে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে টিম ইন্ডিয়াকে দেখা গিয়েছে। এই সময়ে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার একে একে এসে সেখানে যোগ দেন। এদের মধ্যে ছিলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্ত এবং কেএল রাহুল। এছাড়া এই দলে ছিলেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল এবং পেসার হর্ষিত রানা ও আর্শদীপ সিং। পরে দলের অধিনায়ক রোহিত শর্মা এসে তাদের সঙ্গে যোগ দেন। আর ফ্লাইট ছাড়ার ঠিক আগে শেষ খেলোয়াড় হিসেবে দলে যোগ দেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন … এটা কোনও মজা নয়… IND vs ENG সিরিজ হারের পরে ইংল্যান্ড তারকাদের অজুহাত দেখে অবাক অশ্বিন
গম্ভীর ও তাঁর স্টাফ টিমও বিমান বন্দরে আসেন-
গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং স্টাফদের দলে ছিলেন ফিল্ডিং বিশেষজ্ঞ টি. দিলীপ, বোলিং কোচ মর্নে মর্কেল এবং সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তারা সকলেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দলের লক্ষ্য টুর্নামেন্টে শক্তিশালী শুরু করা এবং প্রতিযোগিতায় সেরা হয়ে আইসিসি-র আরওএকটি ট্রফি জয় করা।
আরও পড়ুন … GGTW vs RCBW: এটা তো সবে শুরু… WPL 2025-এ ২০২ রান তাড়া করে ম্যাচ জয়ের পরে এলিসা পেরির বড় মন্তব্য
ভারতীয় দলে দুটি বড় পরিবর্তন করা হয়েছে-
মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াডে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেন, যা আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। প্রথম পরিবর্তন প্রত্যাশিত ছিল—প্রধান পেসার জসপ্রীত বুমরাহ কোমরের নীচের অংশে চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, এবং তার বদলে হর্ষিত রানা দলে সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন … WPL 2025: ২৭ বলে ৬৪ রান, রিচার ঝোড়ো ইনিংস, সবচেয়ে বেশি রান তাড়া করে জয়! ইতিহাস গড়ল স্মৃতির RCB
দলের দ্বিতীয় পরিবর্ত নিয়ে সকলের মধ্যে প্রশ্ন তৈরি হয়ছে-
দ্বিতীয় পরিবর্তনটি ছিল কিছুটা অপ্রত্যাশিত, যেখানে প্রতিভাবান ব্যাটসম্যান যশস্বী জসওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কৌশলগত ভুল মনে করলেও, অন্যরা এটিকে বোলিং শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তির পিছনে যুক্তি হতে পারে তার ওডিআই অভিষেক, যা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে হয়েছিল, যেখানে তিনি নির্ধারিত ওভারে ১/৫৪ বোলিং ফিগার অর্জন করেন।