ICC Champions Trophy 2025 brand ambassador Shikhar Dhawan: দুবাইয়ে অন্য মেজাজে শিখর ধাওয়ান। ভারতীয় দলের প্রাক্তন এই ওপেনার কোহলি, রোহিত, পন্ত থেকে গম্ভীর সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা দুবাইয়ে প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে নিজেদের পুরনো স্টাইলে সাক্ষাৎ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ চলাকালীন শিখর ধাওয়ানকে দুবাইয়ের মাঠে উপস্থিত থাকতে দেখা যায়।
ক্রিকেটারদের এই সাক্ষাতের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। দেখা গেছে, ভারতের অনুশীলন চলাকালীন ধাওয়ান এবং খেলোয়াড়রা একসঙ্গে সময় কাটিয়েছেন এবং হালকা মেজাজে আড্ডা দিয়েছেন। আসলে আইসিসি ২০২৫-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মাঠে এসেছিলেন ধাওয়ান। সেখানেই টিম ইন্ডিয়ার সকল সদস্যদের সঙ্গে নিজের স্টাইলে দেখা করেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি: কোহলি-রোহিতের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন শিখর ধাওয়ান
দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারত ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর এবার শিরোপা জয়ের লক্ষ্যে খেলছে। অন্যদিকে, বাংলাদেশও আত্মবিশ্বাসী এবং এই মর্যাদাপূর্ণ আইসিসি প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করতে চাইছে। তবে শেষ পর্যন্ত এই ম্যাচটি ৬ উইকেটে জেতে ভারত। আর অনেকেই বলছেন তাহলে কি শিখর ধাওয়ান টিম ইন্ডিয়ার জন্য গুডলাক নিয়ে এলেন।
আরও পড়ুন … কঠিন চ্যালেঞ্জের সামনে IFA! বাংলার সর্বোচ্চ ফুটবল সংস্থার বিরুদ্ধে উঠল শর্ত লঙ্ঘনের অভিযোগ
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের আগে, ভারতের ওয়ার্ম-আপ সেশনের সময় শিখর ধাওয়ান প্রাক্তন সতীর্থ বিরাট কোহলির সঙ্গে দেখা করেন। এছাড়া, টসের সময় তিনি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও সাক্ষাৎ করেন। ধাওয়ানের সঙ্গে ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের বন্ধুত্ব অনেক পুরনো, যা এই সাক্ষাতের সময় আরও স্পষ্ট হয়ে ওঠে।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … ভিডিয়ো: আমি তো মজা করেছিলাম, ও সিরিয়াসলি নিল… বাবরের ধীরগতির ব্যাটিং নিয়ে আক্রমের কটাক্ষ
ছবিগুলোতে দেখা যাচ্ছে, কোহলি ও রোহিত আনন্দের সঙ্গে শিখর ধাওয়ানকে আলিঙ্গন করছেন। ধাওয়ানকে দেখে ঋষভ পন্ত এতটাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন যে শিশুসুলভ আনন্দে মাঠে লাফিয়ে ওঠেন। কেএল রাহুল থেকে গৌতম গম্ভীর সকলের সঙ্গেই আড্ডা দেন ধাওয়ান।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর শিখর ধাওয়ান
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর অফিসিয়াল ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি চার সদস্যের বিশেষ দলের অংশ, যেখানে আরও তিনজন কিংবদন্তি ক্রিকেটার অন্তর্ভুক্ত আছেন।
এই তালিকায় রয়েছেন:
পাকিস্তানের ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ, অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন, নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি ও ভারতের শিখর ধাওয়ান। ধাওয়ানকে সকলে ‘মিস্টার আইসিসি’ নামেও ডেকে থাকেন। আসলে আইসিসি-র টুর্নামেন্টে দরুণ পারফর্ম করতেন ধাওয়ান। শিখর ধাওয়ানকে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের কমেন্ট্রি বক্সেও বসে ধারাভাষ্য দিতে দেখা যায়।