ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট শুরু হয়েছে ব্রিসবেনে গাব্বায়। এখানে ভারতীয় দলের ট্র্যাক রেকর্ড তেমন ভালো নয়। কিন্তু সাম্প্রতিক সময় এখানে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এছাড়াও ২০২৪ সালেই এই মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজও। ফলে ১-১ থাকা সিরিজে অজিরা এই ম্যাচে মোটেই এগিয়ে নেই।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা ব্যাহত-
ম্যাচ প্রথম দিনে অধিকাংশ সময়ই খেলা হয়নি। কারণ বৃষ্টি। এমনিতে টেস্টের প্রথম দিনের পাশাপাশি বাকিদিনগুলোতেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু প্রথম দিনে এতটা বৃষ্টি পড়ল যে মাত্র খেলা গড়াল ১৩.২ ওভার পর্যন্ত। দিনের শেষে অস্ট্রেলিয়া দল করল বিনা উইকেটে ২৮ রান। বুমরাহ করলেন একাই ছয় ওভার। এই ম্যাচে রানাকে বসিয়ে খেলানো হয়েছে আকাশদীপকে।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
বিরাট-রাহুলের খাবার ভাগাভাগি-
প্রথম দিনের খেলার বিরতির সময়ই দেখা মিলল বিরাট-রাহুলের খাবার ভাগাভাগির ছবির। যা দেখে অনেকেরই মনে পড়ে যাবে স্কুল বা কলেজ লাইফে বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করে খাওয়ার আনন্দের কথা। ছোটবেলায় স্কুলে সাধারণত একই টিফিন বক্সে খাবার এনে বন্ধুরা ভাগ করে খেয়ে থাকেন, অনেকক্ষেত্রেই বন্ধুরা খাবে বলে মায়েরা একটু বেশি করেই টিফিন পাঠিয়ে দিয়ে থাকে।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
একই টিফিন বক্স থেকে লাঞ্চ বিরাট-রাহুলের-
ব্রিসবেনেও একই সঙ্গে খাবার খেলেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। সেই ছবি টিভিতে দেখা যেতেই ভাইরাল হয়ে গেল। দেখা গেল লোকেশ রাহুল নিজের টিফিন বক্স এগিয়ে দিলেন কোহলির দিকে। আর খাদ্যপ্রেমী কোহলিও সঙ্গে সঙ্গে খাবার তুলে নিয়ে খেতে থাকলেন। সেই দেখে নেটিজেনরা বলতে থাকল, দুটি আলাদা মায়ের সন্তান হলেও আদতে তাঁরা ভারতের সন্তান, তাই তাঁরা একে অপরেরই ভাই।
দীর্ঘদিন একসঙ্গে খেলছেন রাহুল-
প্রসঙ্গত বিরাট কোহলি এবং লোকেশ রাহুল স্রেফ দীর্ঘদিন ভারতীয় দলেই খেলছেন না। তাঁরা একসঙ্গে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলেছিলেন। বিরাটের অধিনায়কত্বের সময়ই লোকেশ রাহুলের মূলত উঠে আসা, ফলে ক্যাপ্টেন-ফিলোজফার কাম গাইড, লোকেশ রাহুলের কাছে সব কিছুই বিরাট কোহলি। তাই তাঁর সঙ্গে যে তিনি খাবার ভাগ করে খাবেন, সেটাই স্বাভাবিক। অতীতে এমনও দেখা গেছে বিরাট কোহলি শতরান হাতছাড়া করলে হতাশ হয়েছেন অপর এন্ডে থাকা রাহুল।