সম্প্রতি বিসিসিআই-এর অনুষ্ঠিত বার্ষিক নমন অ্যাওয়ার্ডসে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তবে তার মাঝেই আন্তর্জাতিক মাস্টার্স লিগের প্রস্তুতিতে নেমে পড়লেন সচিন তেন্ডুলকর। আসলে তিনি এখন আন্তর্জাতিক মাস্টার্স লিগ নিয়ে মগ্ন হয়েছেন। আসন্ন টুর্নামেন্টের জন্য এই ক্রিকেট কিংবদন্তি কোনও প্রচেষ্টাকেই বাদ দিচ্ছেন না।
সচিন তেন্ডুলকর এখন ভক্তদের নস্টালজিক করে দিচ্ছেন, কারণ নেটে ব্যাট করার একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ডানহাতি ব্যাটার এখনও পুরোনো দিনের মতোই রয়েছেন এবং তাঁর অনুশীলনের এই ভিডিয়োটি দেখলে মে হবে এখনও সচিন তরুণদের কড়া প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেন।
মুম্বই ইন্ডিয়ান্স সামাজিক মাধ্যমে ভিডিয়োটি শেয়ার করেছে, যেখানে তেন্ডুলকরকে নেটে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যায়, তেন্ডুলকর বিভিন্ন ধরনের শট অনুশীলন করছেন এবং অবশ্যই তার বিখ্যাত স্ট্রেট ড্রাইভটিও তিনি নেটে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের 'এক্স' হ্যান্ডেলে সচিন তেন্ডুলকরের ভিডিয়োটি পোস্ট করে লিখেছে, ‘দেখুন, আমাদের জানালা দিয়ে কাকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে।’
আরও পড়ুন…. ভাববেন না যে আমি চাই ওরা ভালো না খেলুক: অভিষেক-যশস্বীর সঙ্গে লড়াই নিয়ে মুখ খুললেন শুভমন
এখানে ভিডিয়োটি দেখুন:
আরও পড়ুন…. IND vs ENG 5th T20I: ৬৩ বলেই অলআউট! ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার এমন লজ্জার নজির গড়ল ইংল্যান্ড
ভারত মাস্টার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক মাস্টার্স লিগটি ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং টুর্নামেন্টটি ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ভক্তেরা সচিন তেন্ডুলকরকে দেখতে পেতে পারেন। ভারত মাস্টার্স নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মাস্টার্সের মুখোমুখি হতে তৈরি।
সচিন তেন্ডুলকর বলেন, ‘আইএমএল হবে ক্রিকেটের অনন্য ও দীর্ঘস্থায়ী ঐতিহ্যের উদযাপন। আমার সমসাময়িকদের সঙ্গে আবারও মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই লিগ হবে তীব্র ও প্রতিযোগিতামূলক, যেখানে সব দল কঠোরভাবে খেলবে, কিন্তু অবশ্য সৎভাবে খেলতে নামবে।’
আরও পড়ুন…. IND vs ENG 5th T20I: টি টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় পেল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া
এই প্রতিযোগিতায় অন্য দলগুলো হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই টুর্নামেন্টে ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস এবং শেন ওয়াটসনের মতো বিখ্যাত খেলোয়াড়দের অংশ নিতে দেখা যাবে। বিসিসিআই সম্প্রতি ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদানের জন্য তাকে সম্মানিত করেছে। মাস্টার ব্লাস্টার বর্তমানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান এবং টেস্ট সেঞ্চুরির রেকর্ডধারী। বিরাট কোহলি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তার সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন।