চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিলেন ভক্তদের। অবশেষে দক্ষিণ আফ্রিকাই ম্যাচটি জিতে নেয়। ম্যাচটি অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনে, কারণ জয় নির্ধারণে ফের দেখা গেল সেই ঐতিহাসিক বোল আউট।
বৃষ্টির কারণে ম্যাচটি ১১ ওভারে সংক্ষিপ্ত করা হয়। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল ডিএলএস পদ্ধতিতে নির্ধারিত ৮১ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দুর্দান্ত বোলিং করে তাদের ৮০/৬ রানে আটকে রাখে, ফলে ম্যাচ গড়ায় বোল আউটে।
বোল আউটে দুই দলকেই ৫টি করে বল করার সুযোগ দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা প্রথমে বল করে। তবে শুরুটা ছিল হতাশাজনক – অ্যারন ফ্যাঞ্জিসো, হার্ডাস ভিলজোয়েন এবং ক্রিস মরিস পরপর তিনবার স্টাম্প মিস করেন। এরপর ওয়েন পার্নেল ও জে জে স্মাটস সফলভাবে স্টাম্পে বল মারেন, ফলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩টি হিট।
কিন্তু ক্রিস গেইলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল পুরোপুরি ব্যর্থ হয়। ফিদেল এডওয়ার্ডস, শেলডন কটরেল, অ্যাশলে নার্স ও ডোয়েন ব্রাভো কেউই স্টাম্পে বল লাগাতে পারেননি। ফলে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস নিয়ে কথা বলতে গেলে, রবিবার নির্ধারিত ভারত চ্যাম্পিয়নস বনাম পাকিস্তান চ্যাম্পিয়নস ম্যাচটি বাতিল হয়ে যায়, কারণ ভারতের বহু খেলোয়াড় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
সংগঠকেরা সামাজিক মাধ্যমে জানিয়ে দেন যে, শিখর ধাওয়ান তার আগের অবস্থানেই অনড় থাকায় ম্যাচটি বাতিল করা হয়েছে। ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি শেয়ার করে জানান, তিনি পাকিস্তানের বিরুদ্ধে এই টুর্নামেন্টে খেলবেন না।
এই সিদ্ধান্ত আসে দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে, বিশেষ করে পাহালগামে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রেখেছে, তবে তারা আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত বহু-দেশীয় টুর্নামেন্টে মুখোমুখি হয়। যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস একটি বেসরকারি টুর্নামেন্ট, তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং খেলোয়াড়দের অংশগ্রহণ সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
