ফের ভক্তদের মন জিতলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনিতেই নিজের ব্যবহার দিয়ে ভক্তদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন ধোনি। তিনি কখনই তাঁর ভক্তদের নিরাশ করেন না। বিমানবন্দর হোক বা হোটেলে তার সঙ্গে দেখা করতে আসা ভক্তদের সঙ্গে মাহি সর্বদা দেখা করেন কথা বলেন। তাদের ইচ্ছা পূরণ করে থাকেন। আবারও মাহি দেখিয়েছেন যে তার ভক্তরা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এমনকি যদি তাঁকে তাদের জন্য কঠোর হতে হয় তবে তিনি সেটাও করতে পারেন।
আরও পড়ুন… Olympics 2036 আয়োজনের দৌড়ে ভারতকে পিছনে ফেলল কাতার! দোহায় বসতে পারে আসর -রিপোর্ট
ঘটনাটি কী ঘটেছিল-
বিষয়টি আইপিএল ২০২৪-এর একটি ম্যাচের। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ চলছিল। সেই ম্যাচে ধোনি যখন ব্যাট করছিলেন, তখন এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। তখন সেই ভক্তকে দেখে প্রথমে পালাচ্ছিলেন, তারপরে তার কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেছিলেন মাহি। সেই সময়ে মাহিকে সেই ভক্তের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ভিডিয়োটি পরে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হতে থাকে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছিল এবং সে দিন আসলে কী ঘটেছিল সেটাই জানিয়েছেন সেই ভক্ত।
আরও পড়ুন… T20 WC 2024 শুরুর আগেই বর্ণবৈষম্যের আগুনে জ্বলছে SA ক্রিকেট! এবার মুখ খুললেন হতাশ এবি ডি'ভিলিয়ার্স
ভাইরাল ২১ সেকেন্ডের সেই মুহূর্ত-
মাহির সেই ভক্ত বলছেন ধোনি এবং তাঁর মধ্যে কী কথা হয়েছিল। এই ভক্ত বলেছেন যে ধোনি তার সঙ্গে প্রায় ২১ সেকেন্ড কথা বলেছিলেন এবং সেই সময়ের মধ্যেই ধোনি তাঁকে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ২১ সেকেন্ডের মুহূর্ত ভুলতে পারেননি ধোনির সেই ভক্ত। সেই ২১ সেকেন্ডের কথা মনে করে এখনও রোমাঞ্চিত হয়ে ওঠেন।
আরও পড়ুন… IPL 2024: কোহলির দিকে সমালোচনার আঙুল তোলায় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন প্রাক্তন কিউয়ি তারকা
কোন প্রতিশ্রুতি দিয়েছিলেন ধোনি-
সেই ভক্ত বলেছিলেন যে তিনি ধোনিকে দেখে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু ধোনি পালিয়ে যাচ্ছিলেন, যখন এই ভক্ত তাঁকে তাড়া করেছিলেন, ধোনি বলেছিলেন যে তিনি মজা করছেন। ওই ভক্ত বলেন, ‘আমি তাঁকে দেখে তার সামনে আত্মসমর্পণের চেষ্টা করেছিলাম। আমি আনন্দে হাত তুলে তাঁর পিছনে দৌড়ালাম। তখন মাহি ভাই বললেন, আমি মজা করছি।’
ভক্ত বললেন, ‘আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তার পা ছুঁয়েছিলাম। তিনি একজন কিংবদন্তি। আমার চোখে জল ছিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কেন হাঁপাচ্ছি। আমি তাঁকে বললাম আমার নাকে সমস্যা আছে। মাহি ভাই বললেন ওটা নিয়ে চিন্তা করো না আমি তোমার কিছু হতে দেব না।’
গার্ডদের ধমক দিলেন মাহি
ভক্ত তখন বলেছিলেন যে তিনি ধোনির সঙ্গে প্রায় ২১ সেকেন্ড কথা বলেছেন এবং তারপরে বাউন্সাররা এসেছিলেন। ভক্তের বলেন, তিনি বাউন্সারদের হাতে ধরা পড়েছিলেন কিন্তু ধোনি তাকে মুক্ত করেন এবং যারা তাকে বাইরে নিয়ে যাচ্ছিলেন তাদের প্রতি কঠোর স্বরে বলেন, ‘ওকে কিছু করবেন না, তাকে যেতে দিন।’ ভক্ত বলেছেন যে ধোনি বাউন্সারদের কঠোর সুরে তিনবার এ কথা বলেছিলেন মাহি।