এক ফ্রেমে ভারতীয় ক্রিকেটের তিন চ্যাম্পিয়ন। রোহিত শর্মা, এমএস ধোনি এবং কপিল দেব বিশ্বকাপ জয়ী তিন ক্যাপ্টেন এবার এক সঙ্গে একই বিজ্ঞাপনে। আসলে আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৫, তার আগে নিজেদের বিজ্ঞাপনের কাজ শেষ করছেন প্রত্যেক ক্রিকেটার। কারণ আইপিএল মরশুমে বিজ্ঞাপনের জগতে ক্রিকেটারদেরই বেশি দেখা যাবে।
আইপিএল ২০২৫ মরশুমে এবার রোহিত শর্মা, এমএস ধোনি এবং কপিল দেবকে একই বিজ্ঞাপনে দেখা যাবে। আসলে একটি কোম্পানি ভারতের এই তিন অধিনায়ককে নিয়ে নতুন বিজ্ঞাপন তৈরি করেছে। যার মাধ্যমে তারা নিজেদের নতুন প্রোডাক্ট লঞ্চ করবে।
আরও পড়ুন … ভিডিয়ো: IPL 2025-এর জন্য MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! রোহিত যেন বলিউডের সুপারস্টার
বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবকে একটি অনুষ্ঠানের বিচারক হিসাবে দেখানো হয়েছে, যেখানে তারা একজন চ্যাম্পিয়নের খোঁজ চালাচ্ছেন। এই সময়ে বহু প্রতিযোগী নিজেদের সেরাটা তুলে ধরছেন। তখন কাউকেই পছন্দ হয় না ধোনি-কপিলের। এই সময়ে তারা বলেন, ‘আমরা কি আমাদের চ্যাম্পিয়নকে খুঁজে পাব না।’ এই সময়ে প্রতিযোগিতায় আসেন রোহিত শর্মা। একটি রড ধরে তিনি নানা কসরৎ দেখাতে শুরু করেন। যা দেখে কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি অবাক হয়ে যান। তারা তখনই ঠিক করেন এই প্রতিযোগিতায় বিজয়ী হলেন রোহিত শর্মা।
এই সময়ে কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘ওর গ্রিপটা খুব মজবুত। আমরা আমাদের চ্যাম্পিয়নকে খুঁজে পেয়েছি।’ রোহিতকে চ্যাম্পিয়ন হিসাবে দেখানো হয়। এই সময়ে রোহিত শর্মা তার সিনিয়রদের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, ‘আমার সঙ্গে সেলফি নেবেন নাকি আমি আপনাদের অটোগ্রাফ দেব।’ যা শুনে কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি হাসতে থাকেন।
দেখুন সেই ভিডিয়ো-
রবিবার ২৩ মার্চ এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। এই দিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এই দুই দলের নেতৃত্বে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে না। এই ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। কারণ হল গত বছর সাফল্যের দেখা পায়নি দুই দল। চলতি বছরে নিজেদের ব্যর্থতা ভুলে পুরনো গৌরবকে পুনরুদ্ধার করতে মাঠে নামবেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির প্রিয় দল।