ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিংকে ফর্মে ফেরার জন্য বড় পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার একজন ভক্ত। মজার ছলে তাঁকে বিরাট কোহলির ব্যাট ফিরিয়ে দিতে বললেন সেই ভক্ত। এর কারণ হল, বাঁহাতি ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। এরপরেই মজার এই ঘটনা ঘটে যায়। ঘটনাটি ঘটেছিল শুক্রবার, ৩১ জানুয়ারি, পুনের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন।
উল্লেখযোগ্য যে, ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর এক মাস আগে রিঙ্কু সিংকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। তবে পরে একটি ভিডিয়োতে রিঙ্কুকে কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তিনি জানান যে ব্যাটটি নীচের অংশ থেকে ভেঙে গিয়েছে। যদিও শুরুতে কোহলি তাকে ধমক দেন, পরে তিনি আরেকটি ব্যাট উপহার দিয়েছিলেন।
আরও পড়ুন… Champions Trophy 2025-র জন্য ১৫ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করল ICC, তালিকায় নেই কোনও ভারতীয়
এবার চতুর্থ টি-টোয়েন্টি চলাকালীন, বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন রিঙ্কু সিং। তাঁকে লক্ষ্য করে এক সমর্থক মজার মন্তব্য করেন। এমনটা করে রিঙ্কু সিংকে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেন ভক্ত। তিনি রিঙ্কুকে ব্যাট ফেরত দিতে বলেন, কারণ কোহলি সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে রয়েছেন। এই সময়ে ভক্তটিবলেন, ‘কোহলির ব্যাটটা ফিরিয়ে দে ভাই…। ফর্ম চলে গেছে ভাই!’
আপনি এখানে ভিডিয়োটি দেখতে পারেন:
আরও পড়ুন… তাঁর স্ট্রেট ড্রাইভের ঝাঁঝটা এখনও আগের মতোই রয়েছে! ভাইরাল সচিনের নেটে ফেরার ভিডিয়ো
রিঙ্কু সিং ইংল্যান্ডের বিরুদ্ধে মোটামুটি একটি সিরিজ কাটিয়েছেন, দুই ইনিংসে মাত্র ৩৯ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ৩০ রান। এ দিকে রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলেছেন বিরাট কোহলি। সম্প্রতি কোহলি দিল্লির হয়ে রঞ্জি ট্রফির শেষ ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলেছেন। জানা গিয়েছে, তার ব্যাটিং দেখতে ১৩,০০০-এর বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন… ভাববেন না যে আমি চাই ওরা ভালো না খেলুক: অভিষেক-যশস্বীর সঙ্গে ‘লড়াই’ নিয়ে মুখ খুললেন শুভমন
তবে বিরাট কোহলির খারাপ ফর্ম বজায় থাকে, তিনি মাত্র ৬ রান করে রেলওয়েজের পেসার হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হয়ে যান। যদিও দিল্লি ম্যাচটি জিতেছিল, তারা রঞ্জি ট্রফির নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি। কোহলি আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন। এছাড়াও, চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার বড় ভূমিকা রাখার আশা করা হচ্ছে।