অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের ওপর আধিপত্য বিস্তার করেছে ক্যাঙ্গারু দল। এদিন ভারতীয় দলের ব্যাটিংয়ের পিঠ ভেঙে দিয়েছে ক্যাঙ্গারু বোলাররা। অজি বোলারদের অসাধারণ বোলিংয়ের কারণে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাকফুটে চলে গিয়েছেন। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মিচেল স্টার্ক। তবে, ভারতের প্রথম ইনিংসের সময়, বাউন্ডারিতে দাঁড়িয়ে মিচেল স্টার্ককে ভারতীয় ভক্তরা উত্যক্ত করেছিলেন এবং অজি বোলারের সঙ্গে ঠাট্টাও করেছিলেন। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে যেখানে ভারতীয় ভক্তদের মিচেল স্টার্ককে উত্যক্ত করতে দেখা যাচ্ছে।
কেকেআরের নামে অ্যাডিলেডে স্লোগান উঠল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার মিচেল স্টার্ক বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং জল পান করার জন্য তিনি বাইরে আসছেন, সেই সময়ে সঙ্গে সঙ্গে কিছু ভারতীয় ভক্ত আইপিএল দল কেকেআরের নাম নিয়ে তাঁকে উত্যক্ত করতে শুরু করে। সেই সঙ্গে ভক্তদেরও বলতে দেখা যায় আইপিএল-আইপিএল। তবে ভারতীয় ভক্তদের কোন জবাব দেননি মিচেল স্টার্ক।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন… ভিডিয়ো: পয়সার জন্য বাবাকে কাঁদতে দেখেছি- জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনালেন নীতীশ রেড্ডি
তারপর এভাবে প্রতিশোধ নিলেন মিচেল স্টার্ক, নিলেন ৬ উইকেট
ভারতীয় ভক্তদের টিজিংয়ের জবাব মাঠেই দেন মিচেল স্টার্ক। তবে অভিজ্ঞ বোলার তার বিধ্বংসী বল দিয়ে মাঠে বিপর্যয় সৃষ্টি করেছিলেন। ভারতীয় ব্যাটিংয়ের পিঠ ভেঙে দিয়েছেন তিনি। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতের বিরুদ্ধে মিচেল স্টার্ক ৪৮ রানে ৬ উইকেট শিকার করেন। টেস্টে এটাই মিচেল স্টার্কের সেরা পারফরম্যান্স। এর আগে টেস্টে তার সেরা পারফরম্যান্সের মধ্যে রয়েছে ৫০ রানে ৬ উইকেট নেওয়া।
আরও পড়ুন… FIFA Club World Cup Draw: সহজ গ্রুপে মেসির মায়ামি, নেইমার বনাম ভিনিসিয়াস! দেখুন কোন দল কোন গ্রুপে
এদিনের ম্যাচে প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করেছিলেন মিচেল স্টার্ক। এর পরে, তিনি কেএল রাহুল, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডিকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলন। টিম ইন্ডিয়ার অর্ধেকের বেশি ব্যাটারদের আউট করে এবং ভারতীয় ভক্তদের একটি বড় জবাব দিয়েছেন মিচেল স্টার্ক। মিচেলের শক্তিশালী পারফরম্যান্সের কারণে ভারতীয় দল প্রথম ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে গিয়েছিল।
আইপিএলে মিচেল স্টার্কের দাম অর্ধেকেরও বেশি কমেছে
২০২৪ সালের আইপিএল নিলামে মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি টাকায় কিনেছিল। এরপর আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে প্রমাণিত হয়েছিলেন তিনি। সেইবার আইপিএল মরশুমে, তিনি ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। তবে ২০২৫ সালের আইপিএল নিলামে তার দাম অর্ধেকেরও বেশি কমেছে। এবার তাঁকে ১১.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।