বল হাতে উইকেট নেওয়া হোক কিমবা ব্যাট হাতে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করা, এরপরে বিশেষভাবে সেলিব্রেশন করে থাকেন কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় সুনীল নারিন। তবে এটি সাধারণত সেভাবে কেউ নজর দেন না, তবে সুনীল নারিনের সেলিব্রেশনকে এবার কপি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। শুধু কপি করলেন না, নারিনের সামনেই তাঁর সেলিব্রেশন নকল করে দেখালেন তিনি। যা দেখে নিজের হাসি চেপে রাখতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার।
ভিডিয়োতে কী রয়েছে-
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে একটি বিশেষ ভিডিয়ো, যেখানে সূর্যকুমার যাদব ও সুনীল নারিনকে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে অনুশীলনে পরে সূর্য নিজের হেলমেট খুলে মাটিতে রাখছেন এবং একটি ব্যাট তুলে নিচ্ছেন। সেই সময়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুনীল নারিন। কেকেআর-এর তারকাকে দেখে ব্যাট তুলে একটু দূরে চলে যান সূর্য। এরপরে সুনীলের মতো করেই ব্যাট তুলে সেলিব্রেশন করতে থাকেন তিনি। এরপরে ব্যাটটি সুনীলের দিকে দেখান। সেঞ্চুরি করার পর নারিনের সেলিব্রেশনকে অনুকরণ করতে থাকেন সূর্য। যা দেখে হেসে ফেলেন নারিন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… একদিন আগেই নিয়েছিলেন ৩ উইকেট তারপরেই… জন্মদিনের দুই সপ্তাহ আগেই মারা গেলেন ২০ বছর বয়সি ক্রিকেটার
তবে এই ভিডিয়ো দেখে অনেকেই বলছেন সুনীল নারিনের দুরন্ত পারফরমেন্সের জন্য নাইট তারকাকে কুর্নিশ জানাচ্ছেন সূর্যকুমার যাদব। এমন করার পরে সুনীলকে জড়িয়ে ধরেন সূর্য। এই ছবিই বলে দিচ্ছে দুই তারকার আন্তরিক সম্পর্কের গল্প।
MI এর মুখোমুখি হবে KKR
শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এটি চলতি আইপিএল-এর ৫১তম ম্য়াচ হতে চলেছে। তবে এই ম্যাচে নামার আগে ভালো জায়গায় রয়েছে কলকাতা, আর অন্যদিকে মুম্বই বেশ চাপে রয়েছে। নয়টি খেলায় ছয়টি জয়ের সঙ্গে কেকেআরের ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে চাপে রয়েছে মুম্বই। বিশেষজ্ঞদের মতে, আইপিএলের প্লেঅফের পথ প্রায় বন্ধ হয়েগিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এমন অবস্থায় কলকাতার বিরুদ্ধে মুম্বই কী করে সেটাই দেখার।
এদিকে সুনীল নারিনের দিকে তাকিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও সুনীলের ব্যাটিং যে প্রতিপক্ষের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালাবে তা সকলেই আশা করেন। চলুন দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেন পারফরমেন্স করেছেন সুনীল নারিন।
আরও পড়ুন… IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল হায়দরাবাদ
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুনীল নারিনের পারফরম্যান্স কেমন?
নারিন এই আইপিএল সংস্করণে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ব্যাটিং-এর পাশাপাশি বোলিংয়েও বিস্ময়কর কাজ করছেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১ ম্যাচে শক্তিশালী বোলিং করেছেন এবং ২৪.৫২ গড়ে ২৩ উইকেট নিয়েছেন এবং ৬.৮৬ ইকোনমি রেটে বল করেছেন। তার সেরা পারফরম্যান্স হল ১৫ রানে ৪ উইকেট। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিংয়ে ভালো পারফর্ম করতে পারেননি সুনীল নারিন এবং ১১ ইনিংসে করেছেন মাত্র ৪৩ রান।