শুভব্রত মুখার্জি:- মাঠ এবং মাঠের বাইরে বরাবরের বর্ণময় চরিত্র ঋষভ পন্ত। মাঝে মধ্যেই তাঁকে মাঠে মজা করতে দেখা যায়। ভারতের এক অস্ট্রেলিয়া সফরে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে তাঁর খুনসুটির পর্যায়ের স্লেজিং তো ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। গাড়ি দুর্ঘটনার পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছেন পন্ত। আসন্ন বাংলাদেশ সিরিজে লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। এই সিরিজের প্রস্তুতি সারতেই সারতেই তিনি খেলছেন চলতি দলীপ ট্রফিতে। সেখানেই ফের তাঁর খুনসুটি ধরা পড়ল ক্যামেরাতে। দিল্লি ক্যাপিটালস দলে তাঁর সতীর্থ কুলদীপ যাদবের সঙ্গে তাঁর মজার ছলে খেলা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
দলীপ ট্রফিতে ভারত এ বনাম ভারত বি দলের খেলা চলছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচের তৃতীয় দিনেই ঘটেছে এই ঘটনাটি। দিল্লি ক্যাপিটালসের দুই সতীর্থ কুলদীপ যাদব,ঋষভ পন্ত খেলছেন ভারতীয়-এ দলের হয়ে দুজনেই। তাঁর দল ২৩১ রানে অল আউট হয়ে যায়। ফলে ভারতীয়-বি দল ৯০ রানে লিড নেয়। ভারতীয় বি দল তাদের প্রথম ইনিংসে করেছিল ৩২১ রান। কুলদীপ ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি। তিনি যখন ব্যাট করতে নামেন তখন ঋষভ পন্ত তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পন্তের খুনসুটিতে প্রাণ খুলে হাসতে দেখা যায়। পন্তকে দেখা যায় কুলদীপের হেলমেটেল ভাইজার ধরে মজার ছলে টানতে টানতে কিছু একটা বলতে। শুনে কুলদীপ দেখা যায় প্রাণ খুলে হাসতে।
আরও পড়ুন… আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সেরা বললেন কেন উইলিয়ামসন?
পন্তকে দেখা যায় কুলদীপের হাত ধরে তাঁকে কিছু বলতে। কুলদীপকেও দেখা যায় দুজনে কিছু একটা বলছেন। কুলদীপ ১৪ টি বল খেলেন। করেন মাত্র ১ রান। মুকেশ কুমারের বলে আউট হয়ে যান কুলদীপ। কুলদীপ আউট হয়ে যাওয়ার সময়ে দলের স্কোর ছিল ২০১/৭। পরবর্তীতে ২৩১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় এ দল। অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ভারতীয় বি দল ৩২১ রানে আউট হয়ে যায়। এই ম্যাচের সবথেকে বড় হাইলাইটস নিঃসন্দেহে মুশির খানের ইনিংস। তিনি ৩৭৩ বলে ১৮১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬ টি চার এবং পাঁচটি ছয়ে।ঋষভ পন্ত ম্যাচে প্রথম ইনিংসে ১০ বলে ৭ রান করে আউট হয়েছেন। আর অন্যদিকে কুলদীপ যাদব নিয়েছেন মাত্র একটি উইকেট।