ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কত বড় মাপের মানুষ? সেই ছবিটাই তুলে ধরলেন ভারতীয় সাংবাদিক বিমল কুমার। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অ্যাডিলেডের একটি ঘটনা তিনি বর্তমানে তুলে ধরলেন। এই ঘটনা আরও একবার রোহিত শর্মার বড় মনের পরিচয় দিয়েছে।
আসলে বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের পর থেকে রোহিত শর্মাকে নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে। অনেকেই মনে করছেন রোহিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও বর্ডার গাভাসকর ট্রফিতে যে ভাবে ব্যর্থতা সম্মুখীন হয়েছিলেন, এবার তার জবাব দিয়েছেন। নেতা হিসাবে তিনি যতটা ভালো ততটাই তিনি ব্যাট হাতেও নিজেকে প্রমাণ দিচ্ছেন। তবে সাংবাদিক বিমল কুমারের রিপোর্ট প্রমাণ করে যে রোহিত শর্মা মানুষ হিসাবে কতটা বড়।
আসলে বিমল কুমার যে ভিডিয়োটা পোস্ট করেছেন সেটি হল অ্যাডিলেড টেস্টের সময়কার। সেই সময়ে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে ভারত অস্ট্রেলিয়া ভ্রমণ করছেন। সেই সময়ে ফর্মের সঙ্গে লড়াই করছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- আগে ঠিক এই সময়ে নানা বিতর্ক ঘিরে ধরেছিল রোহিত শর্মাকে। তবে এর পরেও ভক্তদের জন্য তাঁর শান্ত স্বভাব তাঁকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছিল।
আরও পড়ুন … ৯১ রানের কমেই আউট করা যেত! পাকিস্তানকে লজ্জায় ডুবিয়েও শান্তি হচ্ছে না কিউয়িদেরো
আসলে অ্যাডিলেড টেস্টের সময়ে এক পরিবার রোহিত শর্মার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই পরিবারের বড় মেয়ে রোহিতের সঙ্গে পাঁচ বছর আগেও দেখা করেছিলেন। রোহিতের জন্য সেই সময়ে বিশেষ একটি চিঠিও লিখেছিল। এরপরেই সেই ছোট মেয়েটির সঙ্গে দেখা করেছিলন রোহিত। দীর্ঘ পাঁচ বছর পরেও সেই পরিবারকে ভুলে যাননি ভারত অধিনায়ক। অ্যাডিলেড টেস্ট চলাকালীন সেই পরিবারের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে সময় কাটান ও ছবিও তোলেন।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো
আরও পড়ুন … ইংল্যান্ড সফরে ভারতকে কি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা? IPL 2025-র শুরুর আগেই সামনে আসছে বড় খবর
এই সময়ে রোহিত সেই পরিবারকে জানান তিনি তাদের মনে রেখেছেন। ভবিষ্যতে কখনও অ্যাডিলেডে এলে যে এই পরিবারের বাড়িতে যাবেন সেই প্রতিশ্রুতিও দিলেন রোহিত শর্মা। যখন ভারত অধিনায়ক এই পরিবারের সঙ্গে কথা বলছিলেন তখন মনে হচ্ছিল তিনি যেন এই পরিবারের কেউ। এমনভাবে মিশে যাওয়া, মাটির মানুষ হয়ে সকলের সঙ্গে কথা বলা, এটাই যেন রোহিত শর্মাকে বাকিদের থেকে আলাদা করে দেয়।
আরও পড়ুন … IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান কিষান
নানা রিপোর্টে বলা হচ্ছে আইপিএল ২০২৫-এর পরে ভারতীয় দলের আসন্ন ইংল্যান্ড সফরেও রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার নেতৃত্ব সামলাতে দেখা যেতে পারে। হিটম্যানের ভক্তেরা আশা করছেন রোহিত যেন তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম বজায় রাখেন ও ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পারিজত করে ফেরেন।